X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীর পদ্মা ও ব্রাইটন হাসপাতালকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৫

ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কলাবাগান থানা এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল এবং ব্রাইটন হাসপাতাল কর্তৃপক্ষকে ২২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভুয়া প্যাথলজিক্যাল রিপোর্ট, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় তাদের এ সাজা প্রদান করা হয়।
র‌্যাব জানায়, রবিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল ও সোনারগাঁও রোডের দু’টি হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সোনারগাঁও রোডের পদ্মা জেনারেল হাসপাতাল থেকে ডাক্তারের স্ক্যান করা ভুয়া স্বাক্ষরযুক্ত প্যাথলজিক্যাল রিপোর্ট ও বিভিন্ন ডায়ানস্টিক টেস্টের জন্য মেয়াদউত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হচ্ছে।
এছাড়া, রক্ত সরবরাহের ক্ষেত্রে পাঁচটি টেস্ট বাধ্যতামূলক থাকলেও প্রতিষ্ঠানটিতে কোনপ্রকার টেস্ট ছাড়াই রোগীর শরীর থেকে রক্ত স্থানান্তর করা হচ্ছে। ব্লাড ব্যাংকেরও কোনও অনুমোদন ছিলনা। সংগ্রহ করা রক্ত সাধারণ ফ্রিজে রাখা, ব্লাড গ্রুপিংয়ের এ্যাম্পলের ডেট ঘষামাজা করা ও মেয়াদোত্তীর্ণ তারিখ পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম জানান, প্রতিষ্ঠানটির ডায়াগনস্টিক সেন্টারের কোনও লাইসেন্স নেই। অত্যন্ত নোংরা পরিবেশে হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব পরিচালনা, এক্সরে রুম অত্যন্ত নোংরা ও মানহীন, পার্কিং রুমকে এক্সরে রুম হিসাবে ব্যবহার, অপারেশন থিয়েটার নোংরা পাওয়া যায়। হাসপাতালের ফার্মেসিতে অবৈধভাবে বিদেশি আট প্রকার ওষুধ বিক্রি করা হচ্ছিল। ফার্মেসির ফ্রিজ নষ্ট থাকা সত্ত্বেও তাতে ইনজেকশান ও ইনসুলিন রাখা হয়। এমনকি ফ্রিজের ভেতর বিভিন্ন পোকামাকড়ও পাওয়া যায়।

এসব অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার ও ফার্মেসির মালিক আবু সালেহ খান (৩০), ল্যাব ইনচার্জ কামাল হোসেন শিমুল (২৮), টেকনিশিয়ান মো. রবিউল ইসলাম (৫০) এবং রিসিপশনিস্ট মৃণাল সরকারকে (৩০) আটক করে ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে হাতিরপুল রোডের ব্রাইটন হাসপাতালেও অভিযান চালানো হয়। সেখানেও প্রায় একই ধরনের অনিয়ম পান ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. মাসুদ রেজা (৪৪), এজিএম মো. নাজমুল হুদা (৪০) ও প্রশাসনিক কর্মকর্তা রায়হান উদ্দিনকে (২৬) আটক করে ৬ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

র‌্যাব-২ এর উদ্যোগে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম। এ সময় র‌্যাব-২ এর উপ-পরিচালক মো. মাহবুব আলম, সিনিয়র এএসপি মো. মাহমুদ উর রশীদ, এএসপি সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান এবং ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপার মো. রাজিবুল হাবিব উপস্থিত ছিলেন।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়