X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘দোয়া করবেন, সুস্থ দেহে ফিরতে চাই’

জামাল উদ্দিন
০৮ অক্টোবর ২০১৬, ১৬:৪২আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৬:৪৩

‘দোয়া করবেন..., এবারও ঢাকা বাইরে..., আমরা সুস্থ দেহে ফিরতে চাই...’ গাজীপুরের পাতারটেকের জঙ্গি আস্তানায় অভিযান চালানো সময় এভাবেই নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ ও বোম ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন। এর সঙ্গে অভিযানের দুটি ছবিও যোগ করেছেন তিনি।

ছানোয়ার হোসেনের দেওয়া ফেসবুক স্ট্যাটাস শনিবার সকাল ১০টার দিকে ওই জঙ্গি আস্তানায় শুরু হওয়া অভিযানটি এখনও শেষ হয়নি। এর মধ্যে স্থানীয় পুলিশ ছাড়াও পুলিশের আরেকটি স্পেশাল ইউনিট ‘সোয়াত’ সদস্যরা এ অভিযানে যোগ দিয়েছে। অভিযানে সাত জঙ্গি নিহত হয়েছে। নব্য জেএমবির আরেক শীর্ষ কমান্ডার ফরিদুল ইসলাম আকাশ কয়েকজন সহযোগী নিয়ে এ আস্তানায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা।

গাজীপুরের পাতারটেকের জঙ্গি আস্তানাটির বাড়ির মালিক সোলায়মান সরকার। তিনি সৌদি আরবে থাকেন। বাড়িটি দেখাশোনা করেন তার ওসমান গনি। ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা জানান, প্রায় তিনমাস আগে ওই বাড়িতে বাসা ভাড়া নেয় জঙ্গিরা।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভেতরে অস্ত্র গোলাবারুদ রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ধারণা করছি জঙ্গিরা কিছু আলামত ও ডকুমেন্টস নষ্ট করে দিয়েছে।’

প্রসঙ্গত, গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় নিহত হয় দু’জন। বাকি দুই জঙ্গি নিহত হয় টাঙ্গাইলের কাগমারায়। র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা