X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নব্য জেএমবি নেতা আকাশ নিহত

আমানুর রহমান রনি
০৮ অক্টোবর ২০১৬, ২০:২৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৪:১৫

নিহ জঙ্গি আকাশ
গুলশান হামলার পরই নব্য জেএমবি’র শীর্ষ জঙ্গিদের মধ্যে আকাশ নামে এক জঙ্গির নাম প্রথম জানতে পারেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কিন্তু তার কোনও হদিস তারা পাচ্ছিলেন না। গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকেও এই আকাশের বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পাচ্ছিলেন না তারা। কেবল জানতে পেরেছেন নব্য জেএমবি’র সংগঠক হিসেবে ফরিদুল ইসলাম আকাশ নামের আরও এক শীর্ষ জঙ্গি রয়েছে।

সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারেন এই আকাশ কয়েকজন সহযোগীসহ গাজীপুরের পাতারটেকের একটি জঙ্গি আস্তানায় অবস্থান করছে। শনিবারের এই অভিযানে আকাশ নিহত হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা। তবে তারা এ বিষয়ে শতভাগ নিশ্চিত হতে জঙ্গিদের আঙুলের ছাপের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপ মিলিয়ে দেখবেন। একইসঙ্গে জঙ্গিদের ডিএনএ টেস্টও করা হবে তদন্তের বিভিন্ন প্রয়োজনে।

কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানান, সর্বশেষ তারা সুনির্দিষ্টভাবে গোয়েন্দা তথ্য পান, গাজীপুরের হাড়িনাল ও পাতারটেকে দু’টি জঙ্গি আস্তানায় নব্য জেএমবি’র সংগঠক ফরিদুল ইসলাম আকাশসহ কয়েকজন জঙ্গি অবস্থান করছে। একই তথ্য পান র‌্যাব কর্মকর্তারাও। গোয়েন্দা তথ্য পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল হাড়িনালের আস্তানায় গিয়ে পৌঁছে। এর কিছুক্ষণ পরই কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা হানা দেন পাতারটেকে। ওই পাতারটেকেই আরও ছয় সহযোগীসহ অবস্থান করছিল আকাশ। সেখানে কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট ও জেলা পুলিশের যৌথ অভিযানে ছয় সহযোগীসহ নিহত হয় আকাশ। সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত পুলিশের অভিযান চলে। সেখানে পুলিশের সঙ্গে জঙ্গিদের ব্যাপক গুলি বিনিময় হয়।

আকাশের বিস্তারিত তথ্য জোগাড়েও কাজ করছেন বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘আকাশ শোলাকিয়া হামলার মূল পরিকল্পনাকারী ছিল। এছাড়াও নব্য জেএমবি’র ঢাকা বিভাগের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, 'তামিম চৌধুরী নিহত হওয়ার পর এই ফরিদুল ইসলাম আকাশের নেতৃত্বেই নব্য জেএমবি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা টিম সেখানে অভিযান চালায়। তবে অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তারা সেটা না শুনে উল্টো পুলিশের ওপর গ্রেনেড ছুড়ে মারে এবং গুলি করে। বাধ্য হয়ে পুলিশও আত্মরক্ষায় আক্রমণ করে। অভিযান শেষে ভবনের দ্বিতীয় তলায় সাত জঙ্গির লাশ পাওয়া যায়।’

একইদিন হারিনালে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম নিহত হয়েছে। মাত্র আধা কিলোমিটারের ব্যবধানে জঙ্গিদের দু’টি আস্তানার সন্ধান পাওয়ায় এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এছাড়া শনিবার র‌্যাবের আরেকটি অভিযানে টাঙ্গাইলের কাগমারায় আরও দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

 আরও পড়ুন: 

/জেইউ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা