X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পূজার ছুটি থেকে বঞ্চিত মনিপুর স্কুলের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ০৪:৫৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৮:৩৬

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ দুর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীদেরকে ছুটি দেওয়া হয়নি। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরকে ধর্মীয় এ অনুষ্ঠান পালনে বঞ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলটির কয়েকজন অভিভাবক বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করে বলেন,পূজা উপলক্ষে সারা দেশের স্কুল-কলেজ বন্ধ। অথচ মনিপুর স্কুলের কর্তৃপক্ষ জোর করে স্কুল খোলা রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ছুটির তালিকা থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ পূজা উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে হিন্দু ধর্মাবলম্বী এক ছাত্রীর অভিভাবক অভিযোগ করে বলেন, দুর্গা পূজা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। সরকার পূজা উপলক্ষে আগে থেকেই ৯দিনের ছুটির তালিকা দিয়ে রেখেছে। কিন্তু এই স্কুল কর্তৃপক্ষ সেই ছুটি না দিয়ে শিক্ষার্থীদেরকে ক্লাসে আটকে রেখেছে। ক্লাস করতে বাধ্য করছে। এতে আমাদের সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়েছে ।

তিনি আরও বলেন, সবাই যখন মণ্ডপে পূজা দিতে যাচ্ছেন, আমাদের সন্তানরা তখন ক্লাসে যাচ্ছে। স্কুল থেকে বলা হয়েছে, কেবল দশমীর দিন ছুটি দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষ রীতিমত এটা শিক্ষার্থীদের ওপর জুলুম করছে।

আরেক অভিভাবক বলেন, স্কুলটিতে প্রতিনিয়ত অনিয়ম করে যাচ্ছেন শিক্ষকরা। আমরা অনেক কিছুই জানি, কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু বলতেও পারিনা।

তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ এখন শিক্ষার্থীদের প্রাপ্য ছুটি দিচ্ছে না। অথচ যেদিন বন্ধ থাকার কথা নয়, সেদিনও স্কুল বন্ধ থাকে এবং ক্লাস হয় না।

এতথ্য জানিয়ে তিনি বলেন, এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর স্কুলের প্রধান ক্যাম্পাসে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সে অনুযায়ী স্কুলের প্রিন্সিপাল একটি নোটিশও করেন শিক্ষার্থী ও অভিভাবকদের। তাতে বলা হয়,সেখানে সবাই আমন্ত্রিত। যেহেতু প্রধানমন্ত্রী  তার জন্মদিন উপলক্ষে সব অনুষ্ঠান নিজেই বাতিল করেছিলেন, তাই স্কুল কর্তৃপক্ষও ওই অনুষ্ঠানটি বাতিল করে। কিন্তু ওইদিন স্কুলটি বন্ধ ছিল, কোনও ক্লাস হয়নি।

এই অভিভাবক বলেন, পরের দিন ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে ওইদিনও স্কুলে কোনও ক্লাস হয়নি।

পূজার ছুটি কেন দেওয়া হয়নি জানতে মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেইনকে ফোন করা হলে, সাংবাদিক পরিচয় পেয়ে সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘যা যানতে চান আমাকে মেইল করেন। আমি পরে উত্তর দেবো।’ এই বলে ফোন রেখে দেন। এরপর তার মোবাইলে এসএমএস করে প্রশ্ন  পাঠালেও তিনি তার উত্তর দেননি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা তো শিক্ষার্থীদের প্রাপ্য ছুটি। এটা কেন দেবে না। ছুটি যদি না দিয়ে থাকে, তাহলে স্কুল কর্তৃপক্ষ নিয়ম লঙ্ঘন করেছে।’

তিনি আরও বলেন,‘এই স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের কাছে আরও অভিযোগ আছে। এরা কোনও নিয়মই মানে না।’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়ম অনুযায়ী পূজা উপলক্ষে ছুটি রয়েছে। তারা কেন ছুটি দেয়নি, তা জানতে চাওয়া হবে। তারা কি উত্তর দেয়, সেটা আমি দেখবো। ছুটি না দেওয়ার পেছনে গ্রহণযোগ্য কোনও যুক্তি আছে কিনা সেটা যাচাই করবো।’ 

/আরএআর/  এপিএইচ/

সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা