X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আনু মুহাম্মদের হুমকিদাতা এখনও চিহ্নিত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ২২:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ২৩:০৪

আনু মুহাম্মদ (পুরনো ছবি) তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদকে মোবাইল ফোনে হুমকি দেওয়া ব্যক্তি এখনও শনাক্ত হয়নি। সম্প্রতি একটি মোবাইল নাম্বার থেকে ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে দুই দফা হুমকি দেওয়া হয় তাকে। এ ঘটনায় রাজধানীর রামপুরা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি'ও (জিডি) করেছেন।

রামপুরা থানার এসআই এমদাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এটা নিয়েই কাজ করছি। প্রচুর প্রেসারের (চাপ) মধ্যে আছি। এখনও নাম্বারটির প্রকৃত মালিক কে, কিংবা কোথা থেকে এসএমএস পাঠানো হয়েছে, তা জানা যায়নি।’

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। হুমকি আসা নাম্বারটির বিস্তারিত তথ্য বের করতে ডিবিতে পাঠানো হয়েছে। সেখান থেকে যাচাই-বাচাই করে আমাদের জানানো হবে।’

হুমকিদাতা খুঁজে পাওয়া না পাওয়ার বিষয়টি বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা। তিনি বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। কিছুক্ষণ আগে এসেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’

গত বুধবার রাত ১টার দিকে আনু মুহাম্মদের মোবাইলে এসএমএস পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি বৃহস্পতিবার রাতে জিডি করার সময়ও একই মোবাইল নাম্বার থেকে হুমকি পান তিনি।

আনু মুহম্মদের জিডি করার ফেসবুক স্ট্যাটাস জিডি করা ও দ্বিতীয় দফায় হুমকি আসার বিষয়ে বৃহস্পতিবার রাতে আনু মুহাম্মদ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “রামপুরা থানায় বসে জিডি করছিলাম। ওসি (তদন্ত) সাহেব সামনেই ছিলেন। এই সময়েই রাত ৮টা ৪৩মিনিটে একই নম্বর থেকে আরেকটি এসএমএস পেলাম। হুবহু: ‘ছে ইয়েস টু রামপাল, আদারওয়াইজ ইউ মাস্ট উইল বি হ্যাকড টু ডেথ ইনক্রিডিবলি বাই আস’।”

একই স্ট্যাটাসে আনু মোহাম্মদ লেখেন, ‘যারা আতংক তৈরি করতে চায়, মানুষকে নীরব ও নিষ্ক্রিয় করতে চায়, যারা যুক্তিতে হেরে শক্তির পথ ধরে, তারা নৈতিকভাবে পরাজিত, তাদের সঠিক জবাব: সবাই মিলে আরও সরব হওয়া, আরও সক্রিয় হওয়া।’

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

রবিবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের