X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তাজিয়া মিছিলে হামলার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল

আদালত প্রতিবেদক
১৮ অক্টোবর ২০১৬, ২০:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২০:৩২

হামলা-পরবর্তী দৃশ্য (ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত) রাজধানীর হোসনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পরিদর্শক শফি উদ্দিন শেখ জেএমবি’র ১০ জনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বিকালে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আসামিরা হলেন আরমান, রুবেল ইসলাম ওরফে সজীব, জাহিদ হাসান ওরফে রানা ওরফে মুসায়াব, আহসানউল্লাহ মাহমুদ, কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক, মাসুদ রানা, আবু সাঈদ সোলায়মান ওরফে সালমান, শাহজালাল, ওমর ফারুক ওরফে মানিক ও চান মিয়া। এরা কারাগারে আটক আছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি আরমান, জাহিদ, রুবেল ও কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা বলেছেন, হামলার ১২ দিন আগে গত বছরের ১০ অক্টোবর তারা বৈঠক করে হোসেনি দালানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।

১৬ অক্টোবর আসামি আশিক, রুবেল, মাসুদ, হিরণ ও সোলায়মান ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) করেন। আর রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল, আলবানি ওরফে শাহাদত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা ও আবদুল্লাহ বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান, ছিলেন হামলার পরিকল্পনাকারী। এদের সঙ্গে মাসুদ রানাও পরিকল্পনায় ছিলেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি ও তার সহযোগীরা হোসনি দালানের কাছাকাছি ঘর ভাড়া নেন।

গত বছরের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন।

ওই ঘটনায় চকবাজার থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে চকবাজার থানায় একটি মামলা করেন।

/এসআইটি/এআরএল/

আরও পড়ুন: 

আ. লীগের সম্মেলনকে স্বাগত জানিয়েছে বিএনপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা