X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অপহরণের ২১ দিন পর বাসায় ফিরলেন চিকিৎসক রিয়াদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৯:৩০আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৯:৩৬

ডা. রিয়াদ নাসের চৌধুরী অপহরণের ২১দিন পর নিজ বাসায় ফিরেছেন পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসক ডা. রিয়াদ নাসের চৌধুরী। বুধবার রাতে তিনি অসুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই মেধাদ নাসের চৌধুরী ও পল্লবী থানা পুলিশ।

জানা গেছে, কারা তাকে আটকে রেখেছিল, এ ব্যাপারে জানতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডা. রিয়াদকে।

ডা. রিয়াদের পরিবার সূত্রে জানাগেছে, বুধবার রাত পৌনে ১১টায় পল্লবী বাসায় তিনি আসেন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছেন, অপহরণের পর থেকেই তাকে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়েছিল। প্রতিদিন তাকে এক ধরনের ঔষদ খাওয়ানো হতো। তবে অপহরণকারীরা তাকে কোনও ধরনের শারীরিক নির্যাতন করেনি। এমনকি নিয়মিত খাবার দিতো বলেও জানান রিয়াদ। বুধবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাকে আরিচার দিকে ফেলে যায় দুর্বৃত্তরা। এরপর একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে তিনি বাসায় ফিরেন। আজ বৃহস্পতিবার সকালে পল্লবী থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

মামলাটি ডিবিতে থাকায় পরবর্তীতে ডা. রিয়াদকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দাদন ফকির। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) সকালে ডা. রিয়াদের বাসায় যাই। তখন তাকে স্যালাইন দেওয়া হচ্ছিল। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য  থানায় নিয়ে আসি। দুপুরে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না।’

গত ২৯ সেপ্টেম্বর বিকালে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রিয়াদ নাসের চৌধুরী তার সহকর্মী ডা.  মো. সালেককে নিয়ে পূরবী সিনেমা হলের পাশে চা পান করতে যান। এসময় চায়ের দোকানের পাশে একটি গাড়িতে থাকা তিন ব্যক্তি রিয়াদ নাসের চৌধুরীর নাম জিজ্ঞেস করে তাদের সঙ্গে যেতে বলে। যেতে না চাইলে প্রশাসনের লোক পরিচয় দিয়ে রিয়াদ নাসেরকে জোর করে গাড়িতে তুলে মিরপুর ১২ বাসস্ট্যান্ডের দিকে চলে যায়। মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো চ-৫৩-১৩৮২)। এঘটনায় অপহৃতের ভাই মেধাদ নাসের চৌধুরী পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

অপহরণের পর মেধাদ চৌধুরী অভিযোগ করেন, তার ভাইয়ের এক বান্ধবী ছিল ডা. লুনা আনিকা। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে মাস্টার্স ইন পাবলিক হেলথে পড়ার সময় বন্ধুত্ব হয়। কিছুদিন ধরে লুনার তার স্বামী কোস্ট গার্ডের লে. কমান্ডার ফরহাদ সরকারের সঙ্গে কোনও কারণে ঝামেলা হয়। এ ব্যাপার নিয়ে ফরহাদ সাহেব আমার ভাইকে দোষারোপ করেন। তিনি বিভিন্নভাবে আমার ভাইকে ভয় দেখান। এর আগে ১৬ আগস্ট একইভাবে তার ভাইকে উঠিয়ে নেওয়ার চেষ্ঠা করা হয় বলেও জানান মেধাদ।

তিনি বলেছিলেন, ‘ওইদিন সেকশন সাড়ে ১১ কনভেনশন হলের সামনে মেইন রোডে লুনার সঙ্গে আমার ভাইয়ের দেখা হয়। এসময় কয়েকজন এসে আমার ভাইকে তুলে নেওয়ার চেষ্ঠা করে ব্যর্থ হয়।’

ওইদিন কনভেশন সেন্টারের সামনে থেকে তুলে নেওয়ার সময় অজ্ঞাতরা নিজেদের ডিটেকটিভ টিমের সদস্য বলে পরিচয় দেয়। পরবর্তীতে পল্লবী থানায় গেলে এদের কোনও পরিচয় পাওয়া যায়নি। উল্টো তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মেধাদ নাসের।

তিনি বলেছিলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু নাই। তার শুধু দ্বন্ধ ছিল কোস্ট গার্ডের লে. কমান্ডার ফরহাদ সরকার সঙ্গে। তিনিই আমার ভাইকে তুলে নিয়েছেন। এর আগে কমান্ডার ফরহাদ মোবাইল ফোনে আমার ভাইকে এনকাউন্টার করার হুমকি দেন। এখন তাকে তুলে নিয়ে গেছে।’

মেধাদ চৌধুরী বলেন, ‘আমার ভাই গতকাল রাতে ফিরে এসেছে। তাকে দেখে অসুস্থ মনে হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে প্রথমে থানায় এরপর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সে সুস্থ হলেই সবকিছু জানা যাবে। ’

আরজে/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!