X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শর্ত মেনে কওমি সনদের স্বীকৃতি দিতে হবে: মুফতি রুহুল আমীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ২০:০৬আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২০:০৭

 

 

মুফতী রুহুল আমীন কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দারুল উলুম দেওবন্দের মৌলিক আট নীতির আলোকে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির দাবি জানিয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা  (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার)’র চেয়ারম্যান মুফতি রুহুল আমীন। তিনি বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সব থেকে বেশি প্রয়োজন আমার। কারণ আমি যাদের প্রতিনিধিত্ব করি, তাদের ভবিষ্যৎ কওমি সনদের সঙ্গে সম্পৃক্ত। সনদের স্বীকৃতি না থাকার ফলে লুকিয়ে-লুকিয়ে কওমির ছেলেরা স্কুল-কলেজ ও আলিয়া থেকে পরীক্ষা দিয়ে সনদ নেয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ফরিদপুরে বোর্ডের মজলিসের সাধারণ সভায় তিনি এ দাবি জানান।

গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমীনের সভাপতিত্বে সভায় দক্ষিণবঙ্গের সহস্রাধিক মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় সব সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় গোপালগঞ্জে সনদের স্বীকৃতির দাবিতে মহা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

মুফতি রুহল আমীন বলেন, ‘ছোটখাটো মতানৈক্য ভুলে কওমি সনদের স্বীকৃতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে কওমি সনদের স্বীকৃতি আদায় করে নিতে হবে। এর কোনও বিকল্প নেই।এখানে পদ-পদবি মুখ্য নয়, নেতৃত্ব কোনও বিষয় নয়।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেফাকের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা নুরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফরিদ আহমাদ, মাওলানা আবুল কালাম, মাওলানা আবদুর রাকিব, মাওলানা ঝিনাত আলী, মাওলানা আব্দুর রাশেদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা