X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিরপুর সড়কে পরিবহন কম, যাত্রী বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ১৭:০৫আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৭:০৫

মিরপুর সড়ক রাজধানীর মিরপুর সড়কে বাসের জন্য অপেক্ষমাণ অসংখ্য যাত্রী থাকলেও পাবলিক বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর নির্দিষ্ট গন্তব্যের জন্য বাসে চড়তে হচ্ছে যাত্রীদের। আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে বিভিন্ন সড়কে পরিবহন চলাচলে বিধি নিষেধ থাকায় রাস্তায় কম গাড়ি নামানো হয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

সরেজমিনে আজিমপুর, নীলক্ষেত বাসের জন্য প্রচুর যাত্রী অপেক্ষা করছে। কিন্তু সেই তুলনায় বাস আসছে কম। খোঁজ নিয়ে জানা গেছে, বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও সঙ্গে আসা অভিভাবকদের একটা  অতিরিক্ত চাপ রয়েছে মিরপুর সড়কে। এছাড়া প্রতিদিনের মতো সাধারণ যাত্রীতো আছেই। তবে অন্যান্যদিনের তুলনায় পর্যাপ্ত সংখ্যক গাড়ি রাস্তায় চলাচল করছে না। সম্মেলন ঘিরে রাজধানীতে পরিবহন চলাচল সীমিত করায় যাত্রী কম পাওয়া যাবে সেই শঙ্কায় রাস্তায় কম গাড়ি নামিয়েছেন পরিবহন শ্রমিক-মালিকরা।

মেয়ের ভর্তি পরীক্ষা শেষে উত্তরা ফিরতে নীলক্ষেত মোড়ে বাসের জন্য মেয়েকে নিয়ে অপেক্ষা করছিলেন কবির আহসান ও তার স্ত্রী। কবির জানান, প্রায় এক ঘণ্টা ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু হঠাৎ হঠাৎ এক দুইটা গাড়ি আসছে। সিট খালিও পাওয়া যাচ্ছে না।

গাড়ি কম আসার বিষয়ে ২৭ নম্বর বাস হিসেবে চিহ্নিত ভিআইপি পরিবহনের চালক মন্টু মিয়া বলেন, আজকে গাড়ির মালিকরা ভাবছিল যাত্রী কম হইবো। তাই অনেকে গাড়ি নামায়নি। আমিও দুপুরের পরে নামাইছি। যাত্রী তেমন নাই। শুধু নীলক্ষেতে কিছু আছে। বাকি জায়গাগুলো ফাঁকা।

চালক মন্টুর ভাষ্যমতে সায়েন্সল্যাব, কলাবাগান, ধানমণ্ডি ৩২ নম্বর, ২৭ নম্বর সিগন্যাল, আসাদগেট ঘুরে দেখা গেছে নীলক্ষেতের তুলনায় এসব স্টপেজে অপেক্ষমাণ যাত্রী নেই বললেই চলে। অল্প কিছুসংখ্যক যাত্রী অপেক্ষা করছে। তবে অন্য দিনের তুলনায় সংখ্যায় নিতান্তই কম।

ধানমন্ডিতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বিএম সাদাত হোসেন জানান, সকাল থেকে গাড়িও কম যাত্রীও কম। কিন্তু বিকেলে একটু বেড়েছে। তবে কোনও যানজট নেই।

/আরজে/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’