X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কান্না থামাতে গিয়ে মেয়েকে মেরেই ফেললেন বাবা

রাফসান জানি
২৪ অক্টোবর ২০১৬, ২১:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২১:৪৫

নিহত আলিফা কান্না থামাতে গিয়ে রংপুরে গলা চেপে নিজের মেয়েকে হত্যা করেছেন এক বাবা। তার নাম আলাল ওরফে দুদু (২০)। ঘটনাটি ঘটে গত ১৬ সেপ্টেম্বর; রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তাজহাট ভিআইপি কোল্ড স্টোরেজের পাশে। আর দুদুকে সোমবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকা গ্রেফতার করে র‌্যাব। দুদু র‌্যাবের কাছে ২২ মাসের সন্তান আলিফাকে হত্যার কথা স্বীকার করেছেন।

দুদুর বাড়ি রংপুরের কোতোয়ালী থানার কিষামত বিষু মানজাই গ্রামে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বলেন, তিন বছর আগে দুদু ও সেবা বেগম প্রেম করে বিয়ে করেন। আলিফা তাদের একমাত্র মেয়ে। তারা দু’জনই চট্টগ্রামে একটি গার্মেন্টে চাকরি করতেন। আর আলিফা থাকতো রংপুরে; নানা-নানীর কাছে।

গত ঈদুল আজহার ছুটিতে বাড়ি আসেন দুদু ও সেবা বেগম। মেয়েকে নিয়ে সেবা বাবার বাড়িতেই ছিল। গত ১৫ সেপ্টেম্বর নিজের বাড়ি নেওয়ার কথা বলে আলিফাকে নিয়ে যায় দুদু। কথা দেয়, বিকালের মধ্যে ফিরে আসবে। কিন্তু রাত হওয়ার পরও দুদু আর ফিরে আসেনি। বন্ধ পাওয়া যায় তার মোবাইল ফোনও। এ অবস্থায় পরের দিন তাজহাট এলাকার ভিআইপি কোল্ডস্টোরেজের পাশে একটি কলাবাগানে আলিফার লাশ পাওয়া যায়।

বাবার কোলে আলিফা দুদুর স্বীকারোক্তি অনুযায়ী, দাম্পত্য কলহ ও পারষ্পারিক অবিশ্বাসের কারণে মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। সেই মোতাবেক আলিফাকে নিয়ে তিনি রংপুর থেকে জয়পুরহাটের দিকে রওনাও হন। কিন্তু আলিফাকে সামলাতে না পেরে তিনি ফের শ্বশুড়বাড়ির দিকে যাত্রা শুরু করেন। কিন্তু ততক্ষণে রাত হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নানা-নানীর কাছে ফেরার জন্য আলিফা কান্নাকাটি শুরু করে। মধ্যরাতে রাস্তায় শিশুর কান্না শুনে আশেপাশের লোকজন ভিন্ন কিছু ভাবতে পারে, এই ভয়ে সে একটি কলাবাগানে প্রবেশ করে। তাতেও কাজ হয় না। মেয়ের কান্না বাড়তেই থাকে। একপর্যায়ে রাত একটার দিকে কান্না থামাতে ব্যর্থ হয়ে মেয়ের গলা চেপে ধরে দুদু। তাতে দম বন্ধ হয়ে মারা যায় আলিফা। কী করবে, বুঝে উঠতে না পেরে মেয়েকে কলাবাগানে ফেলেই পালিয়ে যায় দুদু। এরপর থেকে বিভিন্ন স্থানে সে আত্মগোপনে থাকার চেষ্টা করে। কিন্তু সোমবার ভোরে র‌্যাব তাকে রাজধানী থেকে গ্রেফতার করে।

মৃত্যুর ঘটনায় দুদুসহ সাত জনের নামে রংপুরের কোতোয়ালী থানায় মামলা করেছেন আলিফার নানি আফরোজা বেগম। কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, র‌্যাবের হাতে আসামি দুদু গ্রেফতার হওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আনতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

দ্বিতীয় টেস্টের নতুন মুখ মোসাদ্দেক-শুভাশীষ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি