X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘আমির নয়, আব্দুর রহমান ছিল নব্য জেএমবির তৃতীয় সারির নেতা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৩:৫৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:০৮

আব্দুর রহমান

নব্য জেএমবির অর্থদাতা আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহান ওরফে আবু ইব্রাহিম আল হানিফ দলটির তৃতীয় সারির নেতা ছিলেন বলে দাবি করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।  

র‌্যাব সম্প্রতি দাবি করেছে, নব্য জেএমবির নিহত অর্থদাতা আব্দুর রহমানই ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ প্রধান শায়খ আবু ইব্রাহিম আল হানিফ। ১৩ বছর ধরে সে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে আসছে। ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় তামিম চৌধুরীর আস্তানায় সিটিটিসি যখন অভিযান চালায় সেসময় এই দুজনের মধ্যে কথোপকথন হয়। বিশেষ একটি অ্যাপসের মাধ্যমে তারা যোগাযোগ করে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘তামিম চৌধুরীর নব্য জেএমবির নেতা হিসেবে তার পরের সারির অর্থাৎ দ্বিতীয় সারির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতো। আব্দুর রহমান যে পর্যায়ের ছিল তাতে তার সঙ্গে তামিমের সরাসরি যোগযোগ খুব কম ছিল। কখনও কখনো মিটিংয়ে দেখা হয়েছে তাদের।’

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

২৬ আগস্ট রাত ২.২৩ থেকে ২.৩৯ মিনিট পর্যন্ত তাদের কথোপকথন প্রসঙ্গে তিনি বলেন, ‘তামিম চৌধুরীকে ঘিরে ফেলা হয় ২৭ আগস্ট সকাল সোয়া ৬টায়। পরবর্তীতে ডিবির তদন্ত টিম ঘটনাস্থলে পৌঁছায় সকাল সোয়া ৬টা থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে। এর আগে ঘিরে ফেলার কোনও ঘটনা ঘটেনি। অন্য কোনও সংস্থা বা ইউনিট ঘিরে থাকতে পারে। তবে সিটি ঘিরে ফেলেনি। ওই সময় তাদের মত্যে কোনও যোগাযোগ হয়নি। ওই সময় যোগাযোগ যতটুকু হয়েছে তা হয়েছে তানভীর কাদেরী সঙ্গে। আর মেজর জাহিদের সঙ্গে করেছে বলে আমরা কিছু রেকর্ড পেয়েছি।’

আব্দুর রহমান নব্য জেএমবির কোন সারির নেতা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার নাম আমাদের তদন্তেও এসেছে। মূলত তামিমে ডেপুটিদের পরের ধাপের নেতা হিসেবে আমরা তার নাম পেয়েছি।’

এখন কারা নব্য জেএমবি পরিচালনা করছে-এ প্রশ্নে জবাবে মুনরুল বলেন, ‘যাদের এখন আটক করা সম্ভব হয়নি তারাই এখন নব্য জেএমবির দায়িত্ব নিয়েছে। নব্য জেএমবির সঙ্গে পুরনো জেএমবির কয়েকজন যোগ দিয়েছে। তবে তাদের মধ্যে এখনও অন্তর্দ্বন্দ্ব রয়েছে। যার ফলে পুরনো জেএমবির কাউকে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ পদে দেয়নি বলে আমরা তথ্য পেয়েছে।’

র‌্যাবের দাবি অনুযায়ী এখনও নব্য জেএমবির ২২ নেতা রয়েছে। এ প্রসঙ্গে সিটিটিসি প্রধান বলেন, ‘আমরা আমাদের তালিকা নিয়ে কাজ করছি। কতজন নেতা আছে তার কোনও সুনির্দিষ্ট তালিকা নেই। যাদেরই পাওয়া যাচ্ছে তাদেরই ধরা হচ্ছে।’

আরও পড়ুন: তাভেল্লা হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মনিরুল

/এনএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!