X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খিলক্ষেতে আ.লীগ নেতার বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ২০:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ২০:৫১

শিশু নির্যাতন

খিলক্ষেত থানার ডুমনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে ওই দুই শিশুর মায়েরা। তবে, তদন্ত শুরু করলেও এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে সন্দেহ করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে খিলক্ষেত থানায় মুক্তার হোসেনের বিরুদ্ধে পৃথকভাবে দুই শিশুকে ধর্ষণের লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতাদের মায়েরা। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল হক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমাদের একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

অভিযোগ দুটির তদন্ত করছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হানিফ। তিনি অভিযোগের বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি পৃথক ঘটনায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তাদের মায়েরা লিখিত অভিযোগ করেছেন। ডুমনী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের বিরুদ্ধে তারা এই অভিযোগ এনেছেন। অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টি তদন্ত শুরু করি।’

তিনি বলেন, ‘দুটি ঘটনাই ছয়মাস আগের। এক শিশুর মা অভিযোগ করেছেন, তার ৯ বছরের মেয়েকে স্থানীয় নুরুল ইসলামের বাড়িতে নিয়ে গত ৬ জুন মুক্তার হোসেন ধর্ষণ করেছে। অপর শিশুটির মা অভিযোগ করেছে তার ১০ বছরের মেয়েকে গত ১২ জুলাই একই বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে ওই ব্যক্তি। শিশুদুটি অসুস্থ হয়ে পড়লে তাদের গাজীপুরের একজন পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হয়।’

এসআই বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগে তারা উল্লেখ করেছে, ঘটনার সময় নুরুল ইসলামের বাড়িতে ডালিয়া নামে এক নারী ভাড়া থাকতো, সে বিষয়টি জানে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করে কিছুই জানা যায়নি। তিনি বলেছেন, তার এমন কিছু জানা নেই। এরপর গাজীপুরের ওই পল্লী চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করেছি, তিনিও বিষয়টি অস্বীকার করেছেন।’

তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও তদন্ত করছি, আরও সাক্ষ্য গ্রহণ করা হবে। অভিযোগের সত্যতা পেলে আমরা এই অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করব।’

শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনও তদন্ত করছি। যদি স্বাস্থ্যপরীক্ষার বিষয়টি প্রয়োজন হয়, করবো।’

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডুমনী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একজন আরেকজনের বিরুদ্ধে সবসময় বিভিন্ন বিষয় গুজব ছড়ায়, ষড়যন্ত্রে লিপ্ত থাকে। সে কারণে এটা রাজনৈতিক প্রতিহিংসাও হতে পারে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

/এআরআর/ টিএন/ 

আরও পড়ুন: খারাপ নেতাকর্মীদের শুদ্ধ হওয়ার আহ্বান কাদেরের

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা