X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারী মিডিয়াকর্মীকে হয়রানির অভিযোগে পুলিশের এএসআই ক্লোজড

নুরুজ্জামান লাবু
০৮ নভেম্বর ২০১৬, ২৩:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ০০:০০





রাজধানীর মুগদা থানায় কর্মরত এক এএসআইয়ের (সহকারী উপ-পরিদর্শক) বিরুদ্ধে এক নারী মিডিয়াকর্মীকে হয়রানির অভিযোগ উঠেছে। ওই নারী মিডিয়াকর্মী এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম সাইফুল ইসলাম। আর মিডিয়াকর্মীর নাম কানিজ ফাতেমা ওরফে জ্যোতি মজুমদার। তার অভিযোগ, এএসআই সাইফুল গত ১৯ অক্টোবর কোনও কারণ ছাড়াই রাতে পুলিশ নিয়ে তার বাসা তল্লাশি করেন। এরপর গত ৩ নভেম্বর স্থানীয় বখাটেদের ওই বাসায় জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। বাড়িওয়ালার সামনেই ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী নামধারী বখাটেরা নারী মিডিয়াকর্মীর বাসায় ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে নানা ধরনের হুমকি-ধমকিও দেয়।ওই মিডিয়া কর্মীর অভিযোগের পর অভিযুক্ত সাইফুলকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত এএসআই সাইফুল ইসলাম
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন,‘একটি অভিযোগ পেয়েছি।একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এএসআই সাইফুল নিজে ক্লোজড হওয়ার কথা স্বীকার করলেও উপ-কমিশনার আনোয়ার হোসেন বিষয়টি এড়িয়ে যান।
বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক কানিজ ফাতেমা ওরফে জ্যোতি মজুমদার নামে ওই মিডিয়াকর্মী জানান,তিনি মুগদা খালপাড় এলাকার ৬০ নম্বর মাওলানা নূর মোহাম্মদের বাসার তৃতীয় তলায় থাকেন। তার সঙ্গে বড় ভাই আনোয়ার হোসেন এবং বাবা-মাও থাকেন। সম্প্রতি তার বাবা বেলায়েত হোসেন গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়াতে যান। এরমধ্যেই গত ১৯ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সাইফুলের মদদে একদল পুলিশ তার বাসায় অভিযান চালায়। কিন্তু বাসায় কিছু না পেয়ে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা চলে যান।

কানিজ ফাতেমা জানান, এরপর দিনই তার মা গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে কিছুদিন অবস্থান করেন। তার মা আবার গ্রামের বাড়ি চলে গেলে গত ৩ নভেম্বর এএসআই সাইফুল স্থানীয় বেশ কয়েকজন বখাটে নিয়ে তার বাসায় প্রবেশ করেন। এসময় বাড়িওয়ালা নূর মোহাম্মদও সেখানে উপস্থিত ছিলেন। বখাটেরা ওই বাসার আসবাপত্র তছনছ করে কিছু একটা খুঁজতে থাকে। এএসআই সাইফুলসহ বখাটেরা বাসার ভেতরে কিছু না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এএসআই সাইফুল মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন। কানিজ ফাতেমা বলেন, ‘এএসআই সাইফুল কি কারণে এমন হয়রানি করছেন, বুঝতে পারছি না।’ সাইফুল যে তার প্রতিবেশী এবিষয়টিই তিনি আগে জানতেন না।
তল্লাশির নামে কানিজ ফাতেমার বাসার আসবাবপত্র তছনছ করা হয়
কানিজ ফাতেমার ভাই আনোয়ার হোসেন জানান, তিনি ইলেক্ট্রো মার্ট নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তারা দুই ভাইবোন একসঙ্গে থাকেন। গ্রামে বাড়ি নির্মাণের কাজ চলছে বলে তাদের বাবা-মা দু’জনেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন।পুলিশের হয়রানির কারণে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে বাড়িওয়ালা মাওলানা নূর মোহাম্মদ বলেন, ‘‘ওই মেয়েটি ৬/৭ মাস আগে তার বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়।আর এএসআই সাইফুল উঠেছে ৪/৫ মাস আগে। প্রথম যেদিন তার বাসার তৃতীয় তলায় পুলিশ আসে, সেদিন তিনি পুলিশের কাছে কোনও ওয়ারেন্ট আছে কিনা জানতে চেয়েছেন। জবাবে বলেছে বিশেষ সংবাদের ভিত্তিতে তারা এসেছে। পরে তল্লাশি শেষে যাওয়ার সময় পুলিশ সদস্যরা ‘স্যরি’ বলে চলে যায়। দ্বিতীয় দফায় সাইফুল অপরিচিত কিছু ‘আনওয়ান্টেড ছেলেদের নিয়ে বাসায় আসেন। বিষয়টি তাৎক্ষণিক মুগদা থানার ওসিকে জানিয়েছিলাম। ওসি বলেছেন, আমি দেখছি।’’
বাড়িওয়ালা নূর মোহাম্মদ বলেন, ‘আমি বারবার বলেছি যদি কোনও অপরাধ বা অন্য কিছু থাকে তাহলে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান। কিন্তু অপরিচিত ছেলেদের নিয়ে তল্লাশি কেন?’ একথা বলায় উল্টো তারা আমাকেই ব্লেইম করে বলে জানান তিনি। বাড়িওয়ালা নূর মোহাম্মদ বলেন, ‘আমি বেশি কিছু বলতে চাই না। কারণ, আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে। তবে পুলিশের আচরণ আমাকে বিস্মিত করেছে ‘
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই সাইফুল বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছে। আমি একটু ঝামেলায় আছি। আমাকে ক্লোজড করেছে।’ বখাটে নিয়ে প্রতিবেশীর বাসায় অভিযান চালানো প্রসঙ্গে সাইফুল বলেন, ‘বাসার বাইরে থেকে তালা মারা থাকলেও ভেতরে লোক ছিল বলে স্থানীয় লোকজন গেছে। বাড়িওয়ালা আমাকে থাকতে বলেছিল বলে আমি ছিলাম।’
/এপিএইচ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!