X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পুলিশকে সংযত আচরণের নির্দেশনা ডিএমপি কমিশনারের

নুরুজ্জামান লাবু
১০ নভেম্বর ২০১৬, ২০:৫৭আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২১:০০

ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন ইউনিট ও অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সংযত আচরণ করতে পুলিশ বাহিনীর প্রতি নিদের্শনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ভাতৃত্বপূর্ণ আচরণ করতে হবে। কোনও বাহিনীর সদস্যের সঙ্গে যেন ভুল বোঝাবুঝি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সবাইকে সংযত আচরণ করতে হবে।’ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত অপরাধ সভায় ডিএমপির সব ক্রাইম জোনের কর্মকর্তা, গোয়েন্দা বিভাগ ও সদর দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘অন্যান্য বাহিনীর কোনও সদস্য যদি ট্রাফিক আইন লঙ্ঘন করে চলাচল করেন, তাহলে তার চিত্র ধারণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এসব বিষয় নিয়ে কোনও ভুল বোঝাবুঝি সুযোগ দেওয়া যাবে না।’

সম্প্রতি এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘অভিযান বা সরকারি কার্যক্রম পরিচালনাকালে র‌্যাবের অভিযানের সময় র‌্যাবের পরিচয় দেওয়ার পরেও তাদের সঙ্গে পুলিশ সদস্যরা অশ্লীল ভাষায় আক্রমণাত্মক কথা বলে। একইসঙ্গে বিভিন্ন বাহিনী সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্যসহ র‌্যাব সদস্যদের শারীরিকভাবেও হেনস্থা করে।’

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী দু’টি দলের মধ্যে বড় ধরনের দুর্ঘনা ঘটতে পারে বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন র‌্যাব মহাপরিচালক। বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর পুলিশ সদর দফতর থেকে পুলিশ ও র‌্যাবের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়। বৃহস্পতিবার মাসিক অপরাধ সভায় একই বিষয় ডিএমপির কর্মকর্তাদের মনে করিয়ে তা প্রতিপালন করার নির্দেশনা দেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।

জঙ্গি প্রতিরোধে পুলিশ ভালো করছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় নিয়মিত ব্লকরেইড পরিচালনার নির্দেশনা দেন। কমিশনার এ সময় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)-এর কাজ আরও দ্রুত সফটওয়্যারে লিপিবদ্ধ করার বিষয়ে জোর দেন। তিনি জানান, এরই মধ্যে ৩ লাখ ভাড়াটিয়ার তথ্য সিআইএমএস সফটওয়্যারে তোলা হয়েছে। আরও ১৮ লাখ ভাড়াটিয়ার তথ্য সফটওয়্যারে তোলার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে জনগণের প্রতি ভালো ব্যবহার ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘থানায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। থানার কার্যক্রম আরও বেগবান করতে প্রতিটি থানায় চেকপোস্ট, তল্লাশি, ব্লকরেইড বাড়াতে হবে। খেয়াল রাখতে হবে, থানায় সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন।’

লাইসেন্সবিহীন চালকদের গ্রেফতারের নির্দেশ

মাসিক অপরাধ সভায় ডিএমপির ট্রাফিক কর্তৃপক্ষকে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মোটরযান আইনে নিয়মিত মামলা ও গ্রেফতারের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘পর্যবেক্ষণে দেখা গিয়েছে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকের অদক্ষতা। লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা থামানো যাচ্ছে না।’ এরই পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার লাইসেন্সবিহীন চালকদের গ্রেফতার ও নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেন।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা