X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তুরাগে সড়ক দুর্ঘটনায় নানি ও নাতনির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ১৩:৩০আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৩:৩০

বাস চাপা রাজধানীর তুরাগে বাসচাপায় নানি ও নাতনির মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তুরাগের তালতলা বেরিবাঁধ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটলেও শুক্রবার দুপুর নাগাদ তাদের লাশ বুঝে পায়নি স্বজনরা। নিহতরা হলেন, নানি রিজিয়া বেগম (৬০) ও নাতনি ইথি মনি (৪)। তুরাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওমর কায়ুম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তুরাগের তালতলা বেরিবাঁধের প্রধান সড়কে সৈকত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-গ ১১-৬৬২৩) তাদের চাপা দেয়। তারা রাস্তা পারা হচ্ছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রথমে থানায়, পরে রাতেই ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠায়। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘এই ঘটনায় দুর্ঘটনাজনিত একটি মামলা হয়েছে। নিহতের স্বজনরা শুক্রবার দুপুরে থানায় আসেন। তাদের নিয়ে আমাদের একজন অফিসার ঢামেক হাসপাতালে লাশ বুঝিয়ে দিতে গেছেন।’

লাশ হস্তান্তরে দেরির বিষয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্ত শুক্রবার বিকালে হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার রাতে ময়নাতদন্ত হয়নি। তাই লাশ আজ দেওয়া হবে।’

আরও পড়ুন- 


পুলিশকে সংযত আচরণের নির্দেশনা ডিএমপি কমিশনারের

/এআরআর/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!