X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নোট বই থেকে প্রশ্ন করলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৮:১৬আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে শিক্ষক পরীক্ষায় নোট বই থেকে প্রশ্ন করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘এসএসসি-এইচএসসি- ২০১৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ ও বৃত্তি প্রদান এবং রিপোর্টার্স ইউনিটেতে ‘ফ্রি ওয়াইফাই সার্ভিস’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নোট বই থেকে প্রশ্ন করায় শিক্ষার্থীরা নোট বইয়ের দিকে ঝুঁকে পড়ে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোন বই থেকে প্রশ্ন করা হয়েছে, শিক্ষার্থীরা সেই বই বাজারে খুঁজে বেড়ায়। ফলে তাদের মেধা নষ্ট হয়। তাই আমরা শিক্ষা আইন করে নোট বই নিষিদ্ধ করেছি। শিক্ষকরা নিজের মেধা খাটিয়ে প্রশ্নপত্র তৈরি করবেন। নোট বই কিনে সেখান থেকে প্রশ্ন তুলে দেওয়া যাবে না। নোট বই থেকে প্রশ্ন করলেই ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষকদের সম্মান সবার ওপরে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের শিক্ষকরা দেশের সম্পদ। তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তারা শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা শিক্ষকদের বেতন ভাতা বাড়িয়েছি। তাদের মানমর্যাদা বাড়িয়েছি।’

ডিআরইউ সদস্যদের সন্তানরা এসএসসি ও এইচএসসি-২০১৬ তে ভালো ফল করায় তাদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করি তোমরা আরও অনেক বড় হবে। তোমরা দেশের মুখ উজ্জল করবে।’ বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এছাড়া ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, ইনডেক্স গ্রুপের চেয়াম্যান মিসেস জাকিয়া তাজিন, আমরা’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি