X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
ঢাকা লিট ফেস্ট-২০১৬

'যুদ্ধ শেষের যুদ্ধ' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৬, ১৬:৫৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৭:০৪
image

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের সমাপ্তি ঘটেছে ১৯৭১-এ। জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। ভূখণ্ড স্বাধীন হলেও মুক্তির লড়াই যেন আজও শেষ হয়নি। অন্যায় অপশক্তির উত্থান হচ্ছে থেকে থেকে। এমন বাস্তবতার নিরিখে একটি প্রাঞ্জল আলোচনা অনুষ্ঠিত হয় ঢাকা লিট ফেস্ট ২০১৬-এর শেষ দিনের দুপুরের সেশনে।

'যুদ্ধ শেষের যুদ্ধ' শীর্ষক সেশন

আলোচনায় অংশ নেন লেখক সাংবাদিক ফারুক ওয়াসিফ, লিট ফেস্টের সহপরিচালক আহসান আকবর, লেখক আকিমুন রহমান এবং লেখক মাহবুব আজিজ। আলোচনাটি সঞ্চালনা করেন নবনীতা চৌধুরী।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আবারও এ যুদ্ধাবস্থা সৃষ্টির কারণ হিসেবে প্রথমেই বক্তব্য দেন ফারুক ওয়াসিফ। কারণ হিসেবে ৪৭ এর দাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতালোভী শাসকগোষ্ঠী সবসময় জনমনে এক ধরণের ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। এ কারণেই আমরা আজও সেই যুদ্ধের হুমকি শুনতে পাই।’

এমন পরিস্থিতিতে এর আন্তর্জাতিক সংশ্লিষ্টতার কথা মনে করিয়ে দিয়ে আহসান আকবর বলেন, ‘আধুনিক যোগাগোগ ব্যবস্থা ব্যবহার করে আমাদের কিছু তরুণ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে তাদের লোকাল এজেন্ট হিসেবে যুক্ত হচ্ছে।’ গুলশানসহ সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার উল্লেখ করেন তিনি। এবং আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া ঘটনাবলির উদাহরণ টেনে তিনি আরও বলেন যে, শুধু দেশেই নয় গোটা পৃথিবীতেই সেক্যুলারিজমের বিরুদ্ধ শক্তির উত্থান ঘটছে। যা পৃথিবীকে আরও অস্থিতিশীল করে তুলছে। তবে সাংস্কৃতিক বিরোধ রুখতেই লিট ফেস্ট গুটিকয় ইংরেজি ভাষির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন আহসান আকবর।

মাহবুব আজিজও আলোচনায় ইতিহাসের দিকে ফিরে তাকান। বঙ্গভঙ্গ আইনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘মানুষে মানুষে সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র এ আইনের মাধ্যমে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই বোঝা আজও আমরা বয়ে চলছি।’

এর জন্য প্রতিটি ঘরে ঘরে সচেতনতা সৃষ্টির প্রয়োজন বলে মনে করেন আকিমুন রহমান। নিজ দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি তরুণদের আরো সচেতন করতে পারলে বিভাজন কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

তবে সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া সহিংস ঘটনাবলিকে ধর্মের ভিত্তিতে চিহ্নিত না করার উপর জোর দেন ফারুক ওয়াসিফ। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে ঘটছে এসব হামলা। তাই ধর্মের লেবেল না দিয়ে ভুক্তভোগীদের নামে চিহ্নিত না করে যে পক্ষ থেকে এসব সন্ত্রাস করা হচ্ছে, তাদের নামে একে চিহ্নিত করা উচিত।’

নবনীতা চৌধুরীরর সঞ্চালনায় আলোচনাটি শেষ করেন আকিমুন রহমান।

/এনএ/

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!