X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কোথায় যাচ্ছে জেনেটিকস: লিট ফেস্টে অন্তরঙ্গ আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৬, ১৯:৩২আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২০:১১

 

 

 

জেনেটিকস আলোচনায় বক্তারা

মানুষে মানুষে এত পার্থক্য, এর উৎস কী? কিসের জোরে বাসমতি চাল এত সুন্দর সরু আর কিছু চাল এত মোটা? এইসব প্রশ্নের উত্তর ফিরে যায় কোষের গহীন ভেতরে ঘাপটি মেরে বসে থাকা রহস্যময় সব জিনেরে দিকে। শনিবার ঢাকা লিটে ফেস্টের শেষ দিনে জিনবিদ্যার টুকিটাকি নিয়ে আলোচনায় বসেছিলেন বাংলাদেশের বিখ্যাত জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী এবং ভারতের মনোবিজ্ঞানী সঞ্জীব জৈন। ‘জেনেটিকস: লাইফ হ্যাকড’ নামের এই সেশনের পরিচালক ছিলেন কলকাতার স্নায়ুবিশেষজ্ঞ গর্গ চট্টোপাধ্যায়।

 বাংলাদেশের অনেক প্রত্যান্ত অঞ্চলে ধানের বিভিন্ন প্রকরণের জিন নিয়ে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে আবেদ চৌধুরী বলেন, ‘আমি এমন একটি এলাকায় বড় হয়েছি, যেখানে কৃষি এবং খাদ্যে ধানের প্রাধান্য ছিল। এরপর আমি যখন বাইরে গবেষণা করেছি, তখন্ও করেছি ধান নিয়েই। আমি বাংলাদেশের গ্রামাঞ্চলে যখন কাজ করেছি, আমি দেখেছি মানুষজন সহজেই জিনবিদ্যার প্রাথমিক ধারণাগুলোর বুঝতে পারছেন। প্রায় ১২ বছর স্কুলে স্কুলে গিয়ে কথা বলেছি কীভাবে প্রোটিনের একটি উপাদানের পরিবর্তনের কারণে কারোর মাথায় থাকে কোঁকড়ানো চুল থাকে আর কারোর মাথায় থাকে সোজা চুল। ছেলেমেয়েরা আমাকে জানিয়েছে  জেনেটিকস নিয়ে কাজ করতে তাদের আগ্রহের কথা।’

 মনোচিকিৎসক সঞ্জীব জৈন বলেন, ‘অনেক অগ্রগতি সত্ত্বেও এখনো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে। ভবিষ্যতে কী হতে যাচ্ছে, সেটা আমি ধারণা্ও করতে পারি না। এটা বলা্ও সম্ভব নয়, যে পরিবর্তন আসবে, সেটা ভালো বা মন্দ হবে। যে অগ্রগতি হবে, সেটার নিয়ন্ত্রণে কারা থাকবে, সেটা্ও পরিষ্কার নয়।’

 কথায় কথায় উঠে আসে জিএম্ও বা জিনগতভাবে পরিবর্তিত খাদ্যের কথা। আবেদ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘জিএম্ও নিয়ে যত আপত্তি, তার বেশিরভাগই এসেছে নৈতিক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণে থেকে। এইসব অভিযোগগুলোর অনেকগুলোরই কোনও বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে নয়। জিনবিজ্ঞান নিয়ে অনেক বড় আকারে কাজ করার আগে আমাদের একটি সঠিক রাজনৈতিক দর্শন দরকার, দরকার বস্তুগত তথ্য।’

 /এনএ/

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা