X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘শ্রমিক হত্যার দায়ে দেশে একজন গার্মেন্টস মালিকেরও বিচার হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৬:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৬:৫৮

শ্রমিক হত্যার দায়ে দেশে আজ পর্যন্ত একজন মালিকেরও বিচার হয়নি, বলে অভিযোগ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীন অগ্নিকাণ্ডের ৪র্থ বার্ষিকীতেও ক্ষতিপূরণ না পাওয়া এবং কম ক্ষতিপূরণ পাওয়া শ্রমিকদের প্রতীকি অবস্থান কর্মসূচিতে এ অভিযোগ করে সংগঠনটি।

শ্রমিকদের প্রতীকি অবস্থান কর্মসূচি সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় গার্মেন্টস মালিকদের শাস্তি হয় না উল্লেখ করে কর্মসূচিতে বক্তারা বলেন, ‘গার্মেন্টস দুর্ঘটনার হোতাদের (মালিকদের) শাস্তি হয় না বলেই দেশে এধরনের দুর্ঘটনা বেড়েই চলেছে। তাজরীনের অগ্নিকাণ্ড একটি নিছক দুর্ঘটনা নয়, এটি অবহেলাজনিত শ্রমিক হত্যা।’
বক্তারা বলেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত অনেক কারখানা দুর্ঘটনায় হাজার হাজার শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে অগণিত মানুষ। কিন্তু এসব কারণে কোনও মালিকের শাস্তি হয় না। এ ধরনের অপরাধ এবং দায়িত্বহীনতা দিনের পর দিন আরও বেড়ে চলেছে। শ্রমিকরা আরও বেশি অবহেলিত ও বঞ্চিত হচ্ছে।’

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ‘অবহেলা করে মানুষ হত্যার অপরাধে তাজরীন ফ্যাশনের মালিককে গ্রেফতার করা হলেও তাকে কৌশলে মুক্ত করে দেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় কিছু শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হলেও অনেক শ্রমিক এখনও ক্ষতিপূরণ পায়নি। অনেক আহত শ্রমিক ক্ষতিপূরণ না পাওয়ায় পঙ্গুত্বের দিকে যাচ্ছে।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেত্রী সাফিয়া পারভিন, আরিফা আক্তার, নাসিমা আক্তার, ফারুক খান এবং ফরিদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!