X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তাইওয়ানি দম্পতি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৭:৪৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৭:৪৭

রাজধানীর উত্তরায় তাইওয়ানি দম্পতি হত্যা চেষ্টা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে একজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই দম্পতিকে হত্যা চেষ্টার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ৪ জন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, সাজু মিয়া (২৮), মো. লাজু মিয়া (৩০), মো. এবায়দুল হক স্বপন (২৪) ও হালিমা বেগম (৪৫)।

জানা গেছে, তাইওয়ানি এই দম্পতি গাজীপুরের জয়দেবপুর বড়গাছা এলাকায় অবস্থিত জিন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানার মালিক। তারা প্রায় ১০ বৎসর বাংলাদেশে বসবাস করছিলেন। ঘটনার পর তাদের কোম্পানির ব্যবস্থাপক সামির হাসিব বাদি হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, তাইওয়ানি দম্পতি ওয়াং মিং চি (৫৪) ও তার স্ত্রী লিও লি হুয়ার (৫০) ওপর গত বছরের ৫ নভেম্বর রাতে তাদের উত্তরার বাসায় হামলা করে দুর্বৃত্তরা। তখন তিন দুর্বৃত্ত ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আসামি সাজু মিয়া চাকরির সুবাদে ঢাকার আযমপুর এলাকায় অবস্থান করছে। এরই সূত্র ধরে গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১০ টায় তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি আভিযানিক দল। দলের নেতৃত্বে ছিলেন লে. কমান্ডার কাজী মো. শোয়াইব। সাজুর গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চামুরগাছা গ্রামে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. লাজু মিয়া কে আশুলিয়া, মো. এবায়দুল হক স্বপনকে রুপগঞ্জ ও হালিমা বেগমকে (৪৫) গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে আসামিরা জানিয়েছে, কোম্পানির উত্তরায় (বাড়ি নং-০৮, রোড নং-১৪/এ, সেক্টর নং-০৪) ভবনের নিচতলায় অফিস। ২য় ও ৩য় তলায় আবাসিক হিসেবে ব্যবহৃত হতো। ওই কোম্পানিতে আসামি মো. সাজু মিয়া, মো. লাজু মিয়া, জাহাঙ্গীর ও মো. এবায়দুল হক ওরফে স্বপন কর্মচারি হিসেবে কাজ করত। আসামিদের সঙ্গে কোম্পানির চেয়ারম্যান ওয়াং মিং চি’র বকেয়া পাওনা টাকা নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। বকেয়া টাকা উদ্ধারের জন্যই তারা মূলত এই হামলা চালিয়েছে।

তারা আরও জানান, ওই দম্পতির দেখাশোনার দায়িত্বে থাকা গৃহপরিচারিকা হালিমার সঙ্গে ওই কর্মচারিরা আলাপ করে তাকে হাত করার চেষ্টা করে। হালিমাকে তারা ঘুমের ওষুধ কিনেও দেয়। যাতে ওই দম্পতিকে ঘুমের ওষুধ খাইয়ে তারা বাসায় লুট করতে পারে। ঘটনার দিন রাতে নকল চাবি দিয়ে প্রথমে তারা কলাপসিবল গেটের তালা খুলে সিঁড়িতে প্রবেশ করে। আসামিরা দুই তলায় দরজার লকের নকল চাবি দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে।
দরজার লক খোলার শব্দ শুনতে পেয়ে ওয়াং মিং চি নিজেই দরজা খুলে বেরিয়ে আসেন। আসামিদের চিনতে পেরে আসামি লাজুকে তিনি ঝাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে আসামি লাজু তাকে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। লাঠির আঘাতে ওয়াং মিং চি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে তার তার স্ত্রী লিও লি হুয়া এগিয়ে আসা মাত্রই আসামিরা তাকেও হত্যার ভয় দেখিয়ে স্টিলের সিন্দুকের চাবি চায়। তখন প্রাণভয়ে স্ত্রী স্টিলের সিন্দুকের চাবি দিলে আসামিরা সিন্দুকের তালা খুলে ছয় লাখ টাকা নিয়ে নেয়।

এরপর, আরও টাকা কোথায় আছে আসামিরা জানতে চাইলে স্ত্রী তাদের বলেন আর কোনও টাকা নেই। তখন আসামি সাজু পুনরায় কাঠের টুকরা দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এসময় তাইওয়ানি দম্পতির আর্তচিৎকারে ৩য় তলায় বসবাসকারী তাদের কোম্পানির আরেকজন ম্যানেজার দৌঁড়ে আসার আগেই আসামিরা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে তাইওয়ানি দম্পতিকে চিকিৎসার জন্য অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তির পর থেকে হাসপাতালে ওয়াং মিং চিকে লাইফ সাপোর্ট দিয়ে বেশ কিছুদিন রাখা হয়। পরবর্তীতে তাকে তাইওয়ানে স্থানান্তর করা হয়। দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে তিনি সেভাবেই আছেন। তাকে এখনও লাইফসার্পোট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

/এআরআর/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!