X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রমনা থানায় নারী ও শিশু সহায়তা কেন্দ্র পেয়ে খুশি ছাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ০৪:১২আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০৪:১২

নারী ও শিশুদের আইনি সহায়তায় দেওয়ার উদ্দেশে থানায় আলাদা ‘নারী ও শিশু সহায়তা কেন্দ্র’ চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেছে বিভিন্ন স্কুলের ছাত্রীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। রবিবার সকাল ১১টায় রমনা মডেল থানার নিচ তলায় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার এর উদ্বোধন করেন।

থানায় নারী ও শিশু সহায়তা কেন্দ্র এসময় বিশেষ অতিথি ছিলেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন। আরও উপস্থিত ছিলেন- ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মারুফী খান, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তারসহ রমনা বিভাগের পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা।

রমনা মডেল থানার নিচ তলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন রকমের ব্যানার, ফেস্টুন, বেলুন ও মহিয়সী নারী মাদার তেরেসা, সুফিয়া কামাল এবং বেগম রোকেয়ার ছবি দিয়ে একটি কক্ষ সাজানো হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে, ‘নারী ও শিশু সহায়তা কেন্দ্র’। রমনা থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই কেন্দ্রে সার্বক্ষণিক একজন নারী উপ পরিদর্শক (এসআই) দায়িত্বে থাকবেন। যিনি ‘নারী ও শিশুদের’ বিভিন্ন সমস্যার কথা শুনবেন ও আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিবেন।

পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ও শিক্ষিকারাও। কেন্দ্র উদ্বোধনের পর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সুকন্যা দাস বলেন, ‘এত দিন নারী ও শিশুদের জন্য কোন নির্দিষ্ট আইনি সহায়তা কেন্দ্র ছিল না। নারীরা তাদের সমস্যার কথা একজন নারীর কাছেই বলতেই পছন্দ করেন। আজ এ সহায়তা কেন্দ্র উদ্বোধন হওয়াতে অনেক ভালো লাগছে। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

ইস্পাহানি স্কুল অ্যন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শান্তা বলেন, ‘এতোদিন পুলিশের বিষয়ে আমাদের একটা ভীতি ছিল, এখন আর হয়তো ভীতি থাকবে না। এটা করায় আমরা খুবই খুশি হয়েছি।’

বিশেষ অতিথি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের মহতি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি এই নারী ও শিশু সহায়তা কেন্দ্রের ফলে নারী ও শিশুদের থানা পুলিশের প্রতি আস্থা ও শ্রদ্ধা তৈরি হবে। এ মহৎ উদ্যোগের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

নারী ও শিশু সহায়তা কেন্দ্র উদ্বোধনের পর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার বলেন, ‘আমাদের এ প্রয়াস ক্ষুদ্র পরিসরের হলেও আমি মনে করি এটা অনেক বড় উদ্যোগ। আমাদের এ নারী ও শিশু সহায়তা কেন্দ্রে হতে ভিকটিম নারী অথবা শিশু সহজে তাদের কাঙ্খিত সেবা পাবে। পর্যায়ক্রমে রমনা বিভাগের প্রতিটি থানায় এ ধরনের সেবা কেন্দ্র চালু করা হবে।’

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি