X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘চুপিসারে’ ফল পাল্টানোর প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫১আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫৫

মানববন্ধন

নোটিশ ছাড়াই অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের দু’মাস পর ‘চুপিসারে’ সেই ফল পাল্টে ফেলার প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানবন্ধন করেছেন। এসময় তারা বলেন, আমরা আদালতে যাব, মামলা করব।

মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের ধানমণ্ডির কার্যালয়ের সামনে মানববন্ধনে এ কথা বলেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ২৭ সেপ্টেম্বর চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফল অনুযায়ী আমরা বিভিন্ন চাকরিতে আবেদন করেছি, মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করেছি। কিন্তু হঠাৎ করে গত ২১ নভেম্বর কোনও নোটিশ না দিয়েই রাতের আঁধারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ওই ফলাফল পাল্টে দিয়েছে।

শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, তাদের নাকি ফলাফল প্রস্তুতে সমস্যা হয়েছিল। যদি মেনেও নেই তাদের সমস্যা হয়েছিল, তাহলে কেন তারা কোনও নোটিশ দিলো না। কেন তারা গোপনে রাতের আঁধারে  ফল পাল্টে দিলো? বাংলাদেশের কোন আইনের বলে তারা এই কাজটি করল, তা আমাদের বোধগম্য নয়।

রাতের আঁধারে ফল পরিবর্তনের পরে তারা দায়সারা যুক্তি উপস্থাপন করে একটি নোটিশ দিয়েছে। আবার যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল সঠিক আসেনি বলে দুঃখ প্রকাশ করে তদন্ত কমিটি গঠন করেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তদন্ত কমিটি গঠন করে যা বলা হয়েছে, তা আইওয়াশ ছাড়া কিছুই না।

উপাচার্য একটি গণমাধ্যমকে বলেছেন, যাদের ফলাফল কমে গেছে, তাদের জন্য মানোন্নয়নের ব্যবস্থা করবেন। এর প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা কেন আবার পরীক্ষায় বসবো। এ ধরনের কোনও সিদ্ধান্ত আমরা মানি না। এটা কি মগের মুক্কুল?

এসময় শিক্ষার্থীরা বলেন, আগের ফলাফলই বহাল রাখতে হবে। না হলে আমরা আদালতে যাব, মামলা করব।

উপাচার্যের ধানমণ্ডির কার্যালের সামনে আধা ঘণ্টার মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঢাকা কলেজের প্রধান ফটকের সামনেও মানববন্ধন করেন। এসময় কয়েশ' শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

আরএআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!