X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গারো তরুণী ধর্ষণ মামলায় রুবেলের বিরুদ্ধে চার্জশিট

আমানুর রহমান রনি
০৩ ডিসেম্বর ২০১৬, ২১:৪৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৯

রাফসান হোসেন রুবেল বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলায় রাফসান হোসেন রুবেলকে (২৫)একমাত্র আসামি করে চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। তবে তার দুই সহযোগীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার দাবি, তদন্তে অন্য দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে তাদের অব্যাহতি দেওয়া হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়ে বলেন, ‘চাঞ্চল্যকর মামলা হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশ পাওয়ার পর শিগগিরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম শেষ। আসামি রুবেল আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার অন্যান্য আলামত ও সাক্ষ্য প্রমাণেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ভিকটিমও রুবেলের কথাই বলেছেন।’

গত ২৫ অক্টোবর এক গারো তরুণীকে বাড্ডা এলাকার একটি গ্যারেজে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযোগ ওঠে রুবেলের বিরুদ্ধে। ধর্ষণের শিকার গারো তরুণী নিজেই বাদি হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।

১২ নভেম্বর র‌্যাব-১-এর একটি দল রুবেলকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে। ওই দিনই তাকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়। পরদিন আদালত চত্বর থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় সে। একদিন পর ১৫ নভেম্বর ফের পুলিশ তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই গারো তরুণী তার হবু স্বামীর সঙ্গে দেখা করতে বাড্ডার একটি মেসে যায়। মেসের ম্যানেজার হানিফ তরুণীকে দেখে সঙ্গে সঙ্গে মেসের বাসিন্দা নাজমুল, সালাউদ্দিন ও জয়নালকে ডেকে বিষয়টি জানায়। এর মধ্যে সালাউদ্দিন স্থানীয় বখাটে রুবেলকে ফোন করে ডেকে আনে। এরপর তারা কৌশলে ওই তরুণী ও তার হবু স্বামীর কাছ থেকে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে পাশের একটি পরিত্যক্ত বাড়ির গ্যারেজে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় তাকে সহযোগিতা করে আলামিন ও সালাউদ্দিন।

অন্য অভিযুক্তদের অব্যাহতির বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই তরুণী রুবেলের কথাই বলছেন। অন্য কারও কথা তিনি বলেননি। আমরাও তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাইনি। তাই রুবেলকেই একমাত্র আসামি করা হচ্ছে।’

ঘটনা নিয়ে রুবেল ‘চালাকি’ করার চেষ্টা করেছিল উল্লেখ করে পুলিশ জানিয়েছে, রুবেল দাবি করেছিল তার সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা রিকশায় ঘুরেছিল। তবে ভিকটিম গারো তরুণী রুবেলের এই দাবি অসত্য বলে জানিয়েছেন পুলিশকে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলের নামে বিভিন্ন এলাকায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। রুবেলের বিরুদ্ধে ভয় দেখিয়ে ও জোর করে টাকা আদায় ও ধর্ষণের এমন অনেক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন-

গারো তরুণী ধর্ষণ মামলায় রুবেল ৬ দিনের রিমান্ডে
কাপড় পেঁচিয়ে হাতকড়া আড়াল করেছিল রুবেল

/টিআর/এএআর /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের