X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিপণ আদায়কালে র‌্যাবের হাতে আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:০২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪

র‌্যাবের হাতে আটক তিন ব্যক্তি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী নাগরিক মো. মাহবুব আলমকে (৩৬) অপহরণ করে ঢাকা থেকে মুক্তিপণ আদায়কালে তিন জনকে আটক করছে র‌্যাব-৩। আটককৃতরা হলেন দুলাল (৪০), রুপচাঁদ আলী (২৫) ও আলী আহমেদ রিফাত (২৯)। মালয়েশিয়ান দূতাবাস, বায়রা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় মালয়েশিয়া থেকে গুরুতর অসুস্থ অবস্থায় অপহৃত বাঙালি মাহবুবকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে র‌্যাব। রবিবার (৪ ডিসেম্বর) র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি জানান, গত ২৬ নভেম্বর মালয়েশিয়ায় নিজ বাসা থেকে অপহৃত হন মাহবুব। এরপর থেকে তাকে একটি জঙ্গলে আটকে রেখে নির্যাতন করা হয়। মাহবুবের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মালয়েশিয়া থেকে জুলহাস নামের একজন মাহবুবের ভাই নাজমুল হক সবুজের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দিতে বলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ৩ লাখ টাকায় বনিবনা হয়।
অপহরণকারীরা আরও জানায়, বাংলাদেশি একজন ফোনে নাজমুলকে নির্দেশনা দেবে। সেই নির্দেশনা অনুযায়ী মুক্তিপণের টাকা দিতে হবে। তা না করলে মাহবুবের জীবন হুমকির মুখে পড়বে। অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী, পরদিন ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মগবাজারের বারাকাহ ইনসাফ হাসপাতালের সামনে রিফাত নামের একজনের কাছে এক লাখ টাকা দেওয়া হয়। বাকি দুই লাখ টাকা পরদিন দুপুর ১২টার মধ্যে দিয়ে দিতে বলা হয়।
অপহৃত মাহবুবের ভাই পরবর্তী টাকা জোগাড় করতে না পেরে র‌্যাব-৩-এর কাছে অভিযোগ করে। ঘটনার সত্যতা যাচাই করে মাঠে নামে র‌্যাব। তারা নাজমুলকে অপহরণকারীদের চাহিদামতো বাকি দুই লাখ টাকা মালিবাগ ফ্লাইওভারের নিচে লেনদেনের পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী টাকা লেনদেনের সময় দুলাল ও রুপচাঁদকে আটক করে র‌্যাব।
র‌্যাব জানায়, অপহৃত মাহবুবকে উদ্ধারের জন্য মালয়েশিয়া দূতাবাস, বায়রা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করা হয়। দূতাবাস পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং জেলার কুনতাং পুলিশ স্টেশন এলকার গহীন জঙ্গল থেকে মুমূর্ষু অবস্থায় অপহৃত মাহবুবকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে র‌্যাব-৩ গত ৩ ডিসেম্বর বাংলাদেশ থেকে প্রথম দফায় এক লাখ টাকা মুক্তিপণ আদায়কারী রিফাতকে মালিবাগের চৌধুরীপাড়া এলাকা থেকে আটক করে। সর্বশেষ ৩ ডিসেম্বর দিবাগত রাত ১টায় অপহৃত মাহবুবকে দেশে ফিরিয়ে আনা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, মালয়েশিয়া প্রবাসী জুলহাস, জাহাঙ্গীর, তৌহিদুল, ফারুকসহ আরও বেশ কয়েকজন মালয়েশিয়ার কয়েকজন বাসিন্দাকে এর আগেও অপহরণ করে মুক্তিপণ আদায় করেছিল।

আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা