X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পরিবার বিশ্বাসই করতে পারছে না!

নুরুজ্জামান লাবু
০৫ ডিসেম্বর ২০১৬, ২২:৩৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ০৮:৪০

নিখোঁজ সুজন, পাভেল, মেহেদী ও সাফায়েত রাজধানীর বনানী থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিখোঁজ চার তরুণের বিষয়ে কোনও তথ্য জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।  এই চারজন স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়েছে, নাকি আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সংস্থা তাদের তুলে নিয়ে গেছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তাদের অপহরণ করা হয়েছে কিনা, তাও নিশ্চিত হতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিখোঁজ সাফায়েত হোসেন, জায়েন হাসান খান পাভেল, সুজন ও মেহেদীর পরিবারের সদস্যরা ব্শ্বিাসই করতে পারছেন না, তারা স্বেচ্ছায় আত্মগোপনে যেতে পারে কিংবা তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে তারা কেউ কোনও ধারণাও করতে পারছেন না।

এদিকে বিষয়টি অনুসন্ধান করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন একজন কর্মকর্তা জানান, চার তরুণের মধ্যে সাফায়েতের কর্মকাণ্ড দেখে তাকে ‘র‌্যাডিক্যাল’ মনে হয়েছে। তার মাধ্যমে অন্যরা ‘র‌্যাডিক্যালাইজড’ হতে পারে বলে ধারণা করছেন তিনি।

গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর)  রাতে বনানীর কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে থেকে খাবার খেয়ে বেরিয়ে যাওয়ার পর একসঙ্গে নিখোঁজ হয় এই চার তরুণ। তাদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাফায়েত সম্প্রতি লেখাপড়া স্থগিত রাখলেও পাভেল ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের শেষ সেমিস্টারের ছাত্র ছিল। সুজন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক-এ কর্মরত ছিল। ছোটবেলা থেকেই সে এশিয়াটিকের কর্ণধার আলী যাকেরের বাসায় থাকতো। আর মেহেদী গত ২৬ নভেম্বর চাকরির ইন্টারভিউ দিতে বরিশাল থেকে ঢাকায় আসে। সুজনের সঙ্গে দেখা করতে গিয়ে সেও নিখোঁজ হয় বলে তার পরিবারের সদস্যদরা দাবি করেন।

চার তরুণের নিখোঁজ হওয়া নিয়ে বনানী থানায় পৃথক দু’টি জিডি দায়ের হয়েছে।  এরমধ্যে একটি জিডি করেছেন পাভেলের বাবা পুরান ঢাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন খান রাসেল। এই জিডিতেই সাফায়েত ও সুজনের একসঙ্গে নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর মেহেদীর চাচা মাহাবুব হাওলাদার বাদী হয়ে আরও একটি জিডি দায়ের করেছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ শাজাহান বলেন, ‘আমরা চার তরুণের অবস্থান জানার চেষ্টা করছি। তারা কেন, কিভাবে নিখোঁজ হলো, তা জানার চেষ্টা চলছে।’

নিখোঁজ পাভেলের বাবা ইসমাইল হোসেন খান রাসেল বলেন, ‘আমার ছেলে পাভেলের সঙ্গে সাফায়েত ও সুজনের বন্ধুত্ব ছিল। এই দু’জনকে আমি চিনতাম। আমি শুনেছি, পাভেল তার বন্ধুদের সঙ্গে কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফেতে গিয়ে একসঙ্গে স্যুপ খেয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার পর থেকেই মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। আমি বুঝতে পারছি না পাভেল কোথায় গেল? নাকি কেউ তাকে তুলে নিয়ে গেছে!

ইসমাইল হোসেন খান জানান, তার ছেলে খুব বেশি ধার্মিকও নয়। উল্টো তিনি নিজে শুক্রবার জুমার নামাজে জোর করে নিয়ে যেতেন। ‘র‌্যাডিক্যাল’ হওয়ার কোনও লক্ষ্মণও তিনি কখনো বুঝতে পারেননি। তিনি বলেন, ‘পাভেল বাসার বাইরে কখনও থাকত না। কারণ সে খাবার-দাবার ও থাকা নিয়ে একটু খুঁতখুঁতে স্বভাবের ছিল।’ ফলে তিনি ধারণা করতে পারছেন না, তার ছেলে জঙ্গিবাদের দিকে ঝুঁকতে পারে কিনা। ইসমাইল হোসেন জানান, তার ছেলে সঙ্গে পাসপোর্ট রাখতো ঠিক। তবে সেটি মেয়াদ-উত্তীর্ণ বলে জানিয়েছেন তিনি। সাফায়েত তার সঙ্গে বনানীর এয়ারপোর্ট সড়কের গলফ হাইটস ভবনের ২/এ অ্যাপার্টমেন্টে থাকত।

নিখোঁজ সুজনের বড় ভাই সুমন বলেন, ‘সুজন ছোটবেলা থেকেই আলী যাকেরের পরিবারের সঙ্গে বনানীর গলফ হাইটস ভবনে থাকতো। ওই বাসাতেই সে বড় হয়েছে। উত্তরায় ড্যাফোডিলের একটি প্রতিষ্ঠান থেকে আইটি বিষয়ে ডিগ্রি নিয়েছে। কাজ করতো আলী যাকেরের মালিকানাধীন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক-এ।’ সুমন বলেন, ‘সুজন কখনোই নামাজ-কালাম পড়তো না। এমনকি শুক্রবার জুম্মায়ও যেত না। ও সংস্কৃতিমনা। সেই পরিবেশেই বড় হয়েছে। ও কোনোভাবে জঙ্গিবাদের দিকে ঝুঁকতে পারে না।’ ওকে কেউ তুলে নিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

সুমনের ভাষ্য, বনানীর গলফ হাইটসে থাকার কারণে পাভেলের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পাভেলের মাধ্যমে সাফায়েতের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে ঘোরাফেরাও করেছে। আর মেহেদী বরিশালের বাবুগঞ্জে তাদের গ্রামের প্রতিবেশী। সেই হিসেবে মেহেদী ঢাকায় আসার পর তার ভাই সুজনের কাছে গিয়েছিল। তারা একসঙ্গে সবাই নিখোঁজ হয়েছে।

মেহেদীর চাচা মাহবুব হাওলাদার বলেন, ‘মেহেদী বরিশালের বিএম কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্স শেষ করে মাস্টার্স করছিল। গত ২৬ নভেম্বর সে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল ঢাকায় এসেছিল। রায়েরবাজারে ফুপুর বাসায় উঠেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সে সুজনের সঙ্গে দেখা করতে বনানী গিয়েছিল। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।’ মেহেদীর বাবার নাম জাহাঙ্গীর হাওলাদার।

মাহাবুব হাওলাদার জানান, বৃহস্পতিবার রাতে মোবাইল বন্ধ পাওয়ার পর তিনি পরিচিতদের কাছে খোঁজ-খবর করতে থাকেন। পরদিন শুক্রবার জানতে পারেন তাদের প্রতিবেশী সুজনও নিখোঁজ হয়েছে। পরবর্তী সময়ে তিনি বনানী থানায় গিয়ে পৃথক একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২১৫) করেন।

সাফায়েতের এক স্বজন জানান, সাফায়েত ধার্মিক হলেও জঙ্গিবাদে জড়িয়ে পড়তে পারে বলে তারা বিশ্বাস করেন না। বাবা-মায়ের সঙ্গে বনানীর সি ব্লকের ৪ নম্বর সড়কের ২ নম্বর বাসায় থাকতো। সাফায়েতের বাবা আলী হোসেন ও পাভেলের বাবা ইসমাইল হোসেন খান রাসেলের পুরান ঢাকায় পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার কারণে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল। ছোট বেলা থেকেই সাফায়েত ও পাভেল বন্ধু ছিল। তারা একসঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও ভর্তি হয়। ওই স্বজন জানান, সাফায়েত কেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে, তা তিনি জানেন না।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, তারা ৪ জনের প্রোফাইল ঘেঁটে সাফায়েতের জঙ্গিবাদে ঝুঁকে পড়ার বিষয়ে সন্দেহ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফায়েত বিতর্কিত ও সিরিয়াকেন্দ্রিক বিভিন্ন ইসলামি নেতার নানা রকম বয়ান ফেসবুকে শেয়ার করতো।

এদিকে অন্য একটি সূত্র জানায়, এই চার যুবক জঙ্গিবাদে ঢুকে স্বেচ্ছায় আত্মগোপনে গেলে তা সাফায়েতের মাধ্যমে হয়েছে বলে তাদের ধারণা। অথবা যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সংস্থা তুলে নিয়ে থাকে, তাহলেও সাফায়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ডের কারণে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে গেছে। তার সঙ্গে থাকার কারণে অন্য তিন জনকেও তুলে নেওয়া হয়েছে। তবে ওই সূত্রটি নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, র‌্যাব এই নামে কাউকে আটক করেনি। বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

 আরও পড়ুন:

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা