X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘এক বছরে গ্রীস থেকে পাঠানো রেমিট্যান্স দ্বিগুণ করা সম্ভব’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৮

গ্রীসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত রেমিট্যান্সবিষয়ক সেমিনার গত অর্থ বছরে গ্রীস থেকে ১৮ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠানো হয়েছিল বাংলাদেশে। আগামী এক বছরের মধ্যে এর পরিমাণ দ্বিগুণ করা সম্ভব। এর জন্য অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসে এক সেমিনারে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এ কথা বলেছেন।
এথেন্সে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই সেমিনার অনুষ্ঠিত হয় শুক্রবার। দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরীর সঞ্চালনায় ‌‘বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ’ বিষয়ক ওই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত নূর আবেদী। এতে আলোচক হিসেবে অংশ নেন এথেন্স সেন্টার ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী হাসিনা সুলতানা নীলা, ভয়েস বাংলা মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী শাহীনুল ইসলাম তালুকদার ও মক্কা সিলভারের স্বত্বাধিকারী আরিফুর রহমান আরিফ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সেমিনারে উল্লেখ করেন বক্তারা। তারা বক্তব্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে এ ক্ষেত্রে বিদ্যমান সমস্যার কথাও তুলে ধরেন। টাকা ও ইউরোর বিনিময়ের হারকে তারা অবৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখতে হবে।
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন তার বক্তব্যে গ্রীসের অর্থনৈতিক মন্দা সত্ত্বেও রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য গ্রীসে প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘গত অর্থ বছরে গ্রীস থেকে ১৮ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠানো হয়েছে। এক বছরের মধ্যেই এর পরিমাণ দ্বিগুণ করা সম্ভব। এই লক্ষ্য অজর্নে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রথম কর্মসূচি হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সম্মননা দেবে।

 

/টিআর/

সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ