X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাইব্যুনাল না বাড়ালে বিচার শেষ হবে না: সানাউল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৯

ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরামের আলোচনা অনুষ্ঠানে বক্তারা ‘সাক্ষীরা একে একে মারা যাচ্ছেন, আসামী ধরে আনার পর তারা মারা যাচ্ছেন, আসামী পালিয়ে যাওয়ার সময় পেয়ে যাচ্ছে। আমাদের কাছে যে প্রায় ৬০০ আবেদন এখনও আছে সেগুলো শেষ করতে হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে।’
আজ শনিবার ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম-এর উদ্যোগে রাষ্ট্রীয় আইনে আন্তর্জাতিক অপরাধ বিচারের মডেল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) এর সংগ্রাম, অর্জন ও ভবিষ্যত শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান তদন্ত কর্মকর্তা সানাউল হক এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের টিমে ১৪ জন তদন্ত কর্মকর্তা আছেন। একেক জনকে দিয়ে একসঙ্গে চারটির বেশি মামলা তদন্ত করানো সম্ভব না। এটা এত বিশাল সময়ের ব্যাপার যে আসামী বা সাক্ষী কেউই আমাদেরকে ততটা সময় দিবেন না। ফলে সরকারের উচিত ক্র্যাশ প্রোগ্রামে যাওয়া।’
সানাউল হক আরও বলেন, ‘খোকন রাজাকার পালিয়ে গেছে। সুইডিশ সরকার জানিয়ে দিয়েছে তারা তাকে ফেরত পাঠাবে না। সেদেশে সে দিব্যি কাটিয়ে দিচ্ছে দেশ থেকে পাঠানো অর্থবিত্ত দিয়েই। যেহেতু ট্রাইব্যুনালের পলাতক আসামী তাই যেন পুলিশের কোনও ইন্টারেস্ট নাই।’
আলোচনা অনুষ্ঠানে এ সংক্রান্ত বিভিন্ন চড়াই-উতরাই এবং কিভাবে বিচার থামানোর জন্য কত রকমের প্রক্রিয়া নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরেন সানাউল হক। তিনি জানান, যাদের বিচার হয়েছে তারা ক্ষমতাধর হওয়ায় অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা, প্রসিকিউশন, মুক্তিযুদ্ধ গবেষক, ভিকটিম, শহীদ সন্তানদের সমন্বয়ে একটি সমন্বিত প্যানেল আলোচনায় অংশ নিয়েছে। বিদেশ থেকেও আয়োজক সংগঠনটির কর্মী ও অন্যান্য গবেষকরা সম্পৃক্ত হয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, এই বিচারপ্রক্রিয়া পাঠ্যসূচিতে জায়গা করে নেবে এবং এর জন্য ইউজিসি পর্যন্ত দৌড়ানোর দরকার হবে না।’ তিনি আরও বলেন, ‘চাইলে যে কোনও বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীনভাবে বিভিন্ন বিভাগেই বিষয়টি পড়ানোর ব্যবস্থা করতে পারে।’ বিচার শেষ করা বা গুছিয়ে আনা প্রসঙ্গে সানাউল হকের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের যখন সময় বাড়ানো প্রয়োজন তখন তা কমিয়ে দেওয়াটা কতটা যৌক্তিক সে প্রশ্ন উত্থাপন জরুরি।’
আলোচনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘এই আইন ও বিচার অসাধারণ অর্জন। এই বিচার দীর্ঘ আন্দোলনের ফসল। যখন বাংলাদেশ এটি নিজস্ব উদ্যোগে করতে সমর্থ হয়েছে তখন জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলো পাশে দাঁড়ায়নি। ভিকটিম জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং নতুন প্রজন্ম এতে শরিক হতে পেরেছে বলেই কাজটি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই বিচারের নথিপত্র কিভাবে সংরক্ষিত হবে এবং গবেষকদের কাছে নথিগুলো এভেইলেবল কিভাবে করা যাবে সেগুলো নিয়ে ভাবতে হবে। একটা ভিন্ন সেন্টার হওয়া উচিত। যে ভবনে বিচার হচ্ছে একসময় সেখানেই এটা হতে পারে।’
শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের সন্তান তৌহিদ রেজা নূর আজ তার বাবার অন্তর্ধান দিবস উল্লেখ করে সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে কিছু করণীয় তুলে ধরেন। তিনি বলেন, ‘আয়োজকরা সামনেও এরকম উদ্যোগ নিবেন আশা করছি। তবে এসব ক্ষেত্রে কয়েকজন নিজেরা নিজেরা আলোচনা না করে, অনেক বেশি মানুষের কথপোকথন হলে খুব ভাল হবে। ফরম্যাটটা নিয়ে নতুনভাবে ভাবার আছে।’ তিনি আরও বলেন, ‘নব্য মানবতাবিরোধী দল তৈরি হচ্ছে। তাদের জন্য এধরনের ট্রাইব্যুনাল থাকা দরকার কিনা ভাবা দরকার।’ মৃত্যুদণ্ড কার্যকরের পর যুদ্ধাপরাধীদের লাশ হস্তান্তর বিষয়ে তিনি বলেন, ‘পরিবারের কাছে না দিয়ে রাষ্ট্রীয়ভাবে গণসমাধির জায়গা থাকবে, যেটি ঘৃণা প্রদর্শনেরও জায়গা হবে। এবং সেখানে এদের যাবতীয় জঘন্য কর্মকাণ্ড লিপিবদ্ধ রাখতে হবে।’ পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে তৌহিদ রেজা নূর বলেন, ‘যারা বাইরে পালিয়ে আছে তাদের দেশে ফেরানো প্রয়োজন। আমরা কেন বিশ্বজুড়ে এ দাবি উচ্চারণ করি না।’ তিনি এ ব্যাপারে নতুন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর যুক্তরাষ্ট্র প্রবাসী এ কে এম সাইফুল হক, ড. রুমানা ইসলাম, তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজক সংগঠনের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।

 

/ইউআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি