X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে শতকণ্ঠে মুক্তির গান

তানভীর আহমেদ, লন্ডন
১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২

শতকণ্ঠে মুক্তির গানের মহড়ায় শিল্পীরা যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও গণমাধ্যম মহান বিজয় দিবস উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে একটি উদ্যোগ বেশ অভিনব। এটিএন বাংলা ইউকের উদ্যোগে বিজয় দিবসকে কেন্দ্র করে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ‘শতকণ্ঠে মুক্তির গান’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগ এরই মধ্যে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি করেছে।
আগামী ১৮ ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে যুক্তরাজ্যের বিভিন্ন প্রজন্মের ১০০ জন শিল্পী মুক্তিযুদ্ধের বাছাই করা ১২টি গান গাইবেন। শতকণ্ঠে মুক্তির গানের প্রযোজক উর্মি মাযহার বাংলা ট্রিবিউনকে জানান,‘এই আয়োজনের সঙ্গে যেমন যুক্ত রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠযোদ্ধা মাহমুদুর রহমান বেণুর মতো শিল্পী,তেমনি রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি মৃদুল আহমেদ,নাহিয়ান পাশার মতো  নতুন প্রজন্মের শিল্পীরাও।’  তিনি আরও বলেন,‘বাংলাদেশি তরুণদের উগ্রপন্থা থেকে ফেরাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনও বিকল্প নেই। তরুণদের মধ্যে যদি মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করা যায়, তাহলে ধর্মের পাশাপাশি তাদের জীবনে সংস্কৃতির ঐতিহ্যও সমানভাবে গুরুত্ব পাবে।’
শতকণ্ঠে মুক্তিগান অনুষ্ঠানের মহড়ায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স জানান, ‘এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। তিনি অনুষ্ঠানের মহড়া দেখতে উপস্থিত ছিলেন। তিনি এই আয়োজনকে সার্থক করতে নিয়মিত খোঁজ-খবরও রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই  উদ্যোগকে স্বাগত জানিয়ে বাণী পাঠিয়েছেন। অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ।’ হাফিজ আলম বক্স বলেন,‘বৃটিশ বাংলাদেশি কমিউনিটিকে বিজয় দিবসের উপহার দিতে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।’
এদিকে বিজয় দিবসে চ্যানেল এস টেলিভিশন দিনব্যাপি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে। বিজয় দিবসে চ্যানেলটি ১২ বছর পূর্তি উদযাপন করবে বলে জানিয়েছেন এর  প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইনের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী ইউকে সন্ধ্যায় লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!