X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আমেরিকান কলেজ অব কার্ডিওলজি’র গভর্নর হলেন ডা. আফজাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ০৪:০৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ০৪:০৭

ডা. আফজালুর রহমান বিশ্বে হৃদরোগ চিকিৎসক ও গবেষকদের শীর্ষ সংস্থা হিসেবে পরিচিত আমেরিকান কলেজ অব কার্ডিওলজি (এসিসি)’র ইন্টারন্যাশনাল গভর্নর নিযুক্ত হয়েছেন অধ্যাপক ডা. আফজালুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে এসিসির গভর্নর পদে নিযুক্ত হয়েছেন তিনি।
এসিসি বিশ্বব্যাপী হৃদরোগ চিকিৎসাকে নতুন নতুন গবেষণা ও কর্মকৌশলের সমন্বয়ে অগ্রসর করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে উচ্চ পেশাগত জ্ঞানসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞদেরকেও সম্মানসূচক ফেলোশিপ দিয়ে থাকে।

গত ১২ ডিসেম্বর এসিসি বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নবনির্বাচিত সভাপতি ড. ম্যারি ওয়ালশ পতাকা হস্তান্তরের মাধ্যমে গভর্নর হিসেবে ডা. আফজালকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করেন।

আমেরিকান কলেজ অব কার্ডিওলজি’র গভর্নর হলেন ডা. আফজাল
ডা. আফজালুর রহমান বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের নির্বাচিত প্রেসিডেন্ট এবং বাংলা ইন্টারভেনশন থেরাপিউটিকস-র চেয়ারম্যান ও কোর্স ডিরেক্টর। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের টিসিটি ২০১৬-এর সহযোগী পরিচালকের  দায়িত্ব পালন করেছেন।
ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং এন্ডোভাসকুলার  মেডিসিনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কার্ডিওভাস্কুলার রিসার্চ টেকনোলজি(সিআরটি) ডা. আফজালকে ‘ইমারজিং ইয়ং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করে।
এর আগে ২০০৭ ডা. আফজাল ট্রান্স ক্যাথেটার কার্ডিওভাসকুলার থেরাপিউটিকস-এ ‘উইনার অব দ্য গ্রেটেস্ট কেস অ্যাওয়ার্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছিলেন।
বাংলাদেশ থেকে এসিসির ইন্টারন্যাশন্যাল গভর্নর নির্বাচিত করার মধ্যে দিয়ে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা, গবেষণা ও সেবার মান সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে এসিসি’র বিশেষজ্ঞদের পারস্পরিক যোগাযোগ ও সহায়তার এই নতুন মঞ্চ চিকিৎসা ও গবেষণাকে এক নতুন মাত্রায় উন্নীত করতে পারে। এতে বাংলাদেশের রোগীরা সরাসরি উপকৃত হবেন।

/এসটিএস/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা