X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বিএসএমএমইউতে সাধারণ জরুরি বিভাগ চালু হবে শিগগিরই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৬, ১৬:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৬:১৯

বাংলাদেশ সোসাইটি অব ইমারজেন্সি মেডিসিনের ৭ম আন্তর্জাতিক সম্মেলন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ জরুরি বিভাগ চালু এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এর কাজ অনেকটা এগিয়েও গিয়েছে। খুব শিগগিরই চালু করা হবে এই সাধারণ জরুরি বিভাগ।
বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলে আজ (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সোসাইটি অব ইমারজেন্সি মেডিসিনের (বিএসইএম) সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ডা. কামরুল এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডা. কামরুল হাসান খান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইমারজেন্সি মেডিসিনবিষয়ক কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই সাধারণ জরুরি বিভাগও চালু করা হবে।’ বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের তিনশ শয্যাই জরুরি বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিএসইএম-এর সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সেক্রেটারি জেনারেল ডা. রাগিব মনজুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ইমার্জেন্সি মেডিসিন বিশ্বের প্রায় সব দেশেই একটি বিশেষায়িত বিভাগ হিসেবে জরুরি বিভাগের রোগীদের সেবায় নিয়োজিত। দ্রুত সঠিক চিকিৎসার মাধ্যম হিসেবে বিষয়টির গুরুত্ব অনেক। একজন রোগী হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রোগীকে সুস্থ করে তুলতে ইমার্জেন্সি মেডিসিন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক এই সম্মেলনে একশ জন ডাক্তার ও ৫০ জন নার্সকে ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ