X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘কেউ আমার ছেলেটাকে বাঁচালো না’

জাকিয়া আহমেদ
০৯ জানুয়ারি ২০১৭, ১৭:৩১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৭:৪৫

ছেলের ব্যাগ বুকে জড়িয়ে ধরে কাঁদছেন মা কাওসারা বেগম উত্তরার নির্দিষ্ট বাড়িটির তিনতলায় গিয়ে দেখা গেল, কালো রংয়ের একটি ব্যাগ কোলে নিয়ে বিছানার ওপরে বসে আছেন এক নারী। তাকে ঘিরে আছেন অন্যরা। পরিচয় দিয়ে কথা বলতে চাইলে, তিনি কোলে রাখা ব্যাগটি এবার বুকের কাছে টেনে নিয়ে তাতে হাত বুলাতে বুলাতে বললেন, ‘সবাই দেখলো, কিন্তু কেউ আমার ছেলেটাকে বাঁচালো না।’ এই নারী গত ৬ জানুয়ারি উত্তরায় সন্ত্রাসীদের হাতে নিহত অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবিরের মা কাওসারা বেগম। তাকে ঘিরে আছেন আদনানের নানি রাশেদা বেগমসহ খালা এবং চাচিরা।
প্রসঙ্গত, গত শুক্রবার (৬ জানুয়ারি) উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবীরকে সন্ত্রাসীরা খেলার মাঠে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। চিকিৎসার জন্য তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার (৮ জানুয়ারি) উত্তরার ১২ নম্বর সেক্টরে আদনানদের ভাড়া বাড়িতে গিয়ে জানা যায়, বাসায় কেউ নেই। ঘটনার দিন থেকেই বাসাটি তালাবদ্ধ।পরিবারের শোকাহত সদস্যরা সবাই পাশেই আদনানের নানা বাড়িতে অবস্থান করছেন। আদনানকে কেমন দেখেছেন জানতে চাইলে বাড়ির কেয়ারটেকার হাবিবুর রহমান বলেন, ‘খুব চুপচাপ আর শান্ত স্বভাবের ছেলে ছিল সে। ঘটনার আগে তার নামও জানতাম না। দুদিন ধরে পত্রিকায় নাম দেখে জানতে পারছি তার নাম আদনান।’
সন্ত্রাসীদের হাতে নিহত আদনান কবির আদনানের নানা বাড়িতে গেলে পরিবারের সদস্যরা বলেন, কেমন করে এমন একটা ছেলেকে সন্ত্রাসীরা মেরে ফেলতে পারলো।আদনানের নানি রাশেদা বেগম বলেন, ‘ঘটনার দিন এই ব্যাগটি নিয়েই বাসা থেকে বের হয়েছিল আদনান।’ তিনি জানান, হাসপাতালে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখার পর থেকে ওর মা কাওসারা ব্যাগটি ‍বুকে তুলে নিয়েছে। গত তিনদিন ধরে এই ব্যাগ হাতছাড়া করেনি। ব্যাগটি বুকে চেপে ধরেই ঘরের ভেতরে হেঁটে বেড়ায়, আর আদনানের জন্য কান্না করে।
আদনানের ছোট ভাই সপ্তম শ্রেণির ছাত্র তালহা গত তিনদিন ধরে পরে আছে প্রিয় ভাইয়ার (আদনানের) কালো পাঞ্জাবি। সে কিছুক্ষণ পরপরই বলতে থাকে, ‘এটা আমার আদনান ভাইয়ার পাঞ্জাবি।’
আদনানের স্বজনেরা জানান, গত ৬ জানুয়ারি আমরা স্থানীয় লুবানা হাসপাতালে গিয়ে নিচতলায় ওকে পাই, ততক্ষণে সে মারা গেছে। মা কাওসারা বেগম বলেন, ‘ও বিকাল চারটার দিকে ব্যাডমিন্টন খেলতে বের হয়ে যায় এই ব্যাগ নিয়ে। কিন্তু ছেলে আমার ফিরল লাশ হয়ে। আর কোনও কথা হয়নি ছেলের সঙ্গে।’ কখন  জানতে পারলেন প্রশ্নে তিনি বলেন, ‘‘সেদিন সন্ধ্যার দিকে আমার বড় ছেলে জুবায়ের ফোন করে জানায়, ‘মা-আদনানকে মেরেছে। তুমি তাড়াতাড়ি লুবানা হাসপাতালে আসো।’ আমি গিয়ে ছেলেকে আর জীবিত পাইনি। ওর সারা গায়ে ছিল রক্ত।’’
কাওসারা বেগম  বলেন,‘ওখানে শুনলাম, রাস্তায় আমার ছেলে পড়ে ছিল। আশেপাশের বাড়ি থেকে সবাই দেখতেছিল। নাইটগার্ড, রিকশাওয়ালা সবাই দেখছিল। কিন্তু আমার ছেলেটিকে কেউ বাঁচালো না। কেউ এগিয়ে এসে ধরলো না। কেউ একটা আওয়াজও দিলো না।’
তিনি বলেন, ‘রাস্তার পাশের এক পিঠাবিক্রেতা নারী আর একটা মেয়ে ওকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যায়।সন্ত্রাসীরা আমার ছেলেটার রগ কেটে দিয়েছে। ওরা মাথাটা দুভাগ করে ফেলেছে।দুইটা কোপ গিয়ে লেগেছে আদনানের পিঠে থাকা ব্যাগে।’ এ পর্যন্ত বলেই তিনি ব্যাগের কাটা জায়গাটা দেখান। আবার বলেন, ‘এ দুটো কোপই কেবল ছেলেটার গায়ে লাগেনি।ওর সারা শরীর রক্তে ভেজা ছিল’
কান্নার তীব্রতা বেড়ে যায় কাওসারা বেগমের। বলতে থাকেন, ‘ওরা যখন মারতেছিল আমার ছেলেটারে, তখন না জানি ও আমাকে কতো ডেকেছে।’ এসময় আদনানের নানু বলেন, ‘আমার এবাসাতেই ওরা বড় হয়েছে। এই সোফা, টিভি আর স্কুল ছাড়া বাইরে কোথাও যেত না সে। গত একবছর হলো ভাড়া বাসায় গেছে তারা।’
তিনি বলেন, যতই লেখালেখি হোক না কেন, বিচার হয় না। বিচার হয় না বলেই বারবার এ ধরনের ঘটনা ঘটছে।।’  
আদনানের মেজো চাচি জেসমিন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদনানের জন্ম হয়েছিল সাত মাস বয়েসে। অনেক কষ্ট করে ওর মা ওকে বড় করেছে। কোনোদিন একটা ধমক দেয়নি। ডাক্তারের নিষেধ ছিল। আর সেই ছেলেটাকে রাস্তায় ফেলে ওরা মেরে ফেলল।’
আদনানের  মা বলেন, ‘গত শনিবার আদনানের ক্লাস নাইনে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু ছেলেটা এখন মাটির নিচে।আর আমি এই যে সোফায় বসে আছি,খাবার খাচ্ছি-আমাদের এ কষ্ট কেউ বুঝবে না।’

এপিএইচ/

আরও পড়ুন: উত্তরার কিশোররা মেতেছে ‘ভয়ঙ্কর খেলায়’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো