X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মঙ্গলবার যেসব সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ২১:৩৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২১:৪৩

 

মঙ্গলবার যেসব সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর যান চলাচলে কিছু দিকনির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার বিকালে ডিএমপির সদর দফতর থেকে পাঠানো কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 সমাবেশে আগত ব্যক্তিদের প্রতি অনুরোধ:

১.কাকরাইল ক্রসিং, মৎস্যভবন ক্রসিং, কদমফুল ক্রসিং এবং শাহবাগ ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন গেইট এবং আইইবি গেইট দিয়ে প্রবেশ করা যাবে না।

২.(ক) সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিকে ছবির হাট গেইট, টিএসসি গেইট, কালীমন্দির গেইট এবং তিন নেতার মাজার গেইট দিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে।

২.(খ) প্রবেশ গেইটে স্থাপিত আর্চওয়ে গেইট দিয়ে সারিবদ্ধ ভাবে শৃঙ্খলার সঙ্গে প্রবেশ করতে হবে।

৩. লাইসেন্সকৃত কোনও আগ্নেয়াস্ত্র, ব্যাগ, ছাতা, লাঠি, লাইটার, ম্যাচ বা কোনও দাহ্য বস্তু নিয়ে সমাবেশে আসা যাবে না।

৪.নিরাপত্তার স্বার্থে বিভিন্ন চেকিং পয়েন্টে পুলিশকে সহযোগিতা করতে হবে।

৫.সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করতে হবে।

 নেতা কর্মীদের সভাস্থলে যোগদানের লক্ষ্যে গাড়ির রুট :

১। বিজয়সরণি থেকে সমাবেশে আগত গাড়িগুলো লাভরোড দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল চার্চ হয়ে বামে মোড় নিয়ে রাজমণি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল (পল্টন) দিয়ে জিরোপয়েন্ট দিয়ে যাবে।

২। মিরপুর রোড হয়ে আগত গাড়ি সমূহ রাসেল স্কোয়ার হয়ে সায়েন্সল্যাব দিয়ে নিউমার্কেট ক্রসিং বামে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে সভাস্থলে যাবে। (রেজিস্ট্রার ভবনের সামনে অথবা ফুলার রোডের একপাশে গাড়ি পার্কিং)।

৩। মতিঝিল/সায়েদাবাদ/সদরঘাট হতে সমাবেশে আগত গাড়িগুলো হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েলচত্বর হয়ে সভাস্থলে যাবে। (জিমনেশিয়াম মাঠ/পার্শ্বর্তী রোডে সুবিধাজনক স্থানে গাড়ি পার্কিং)

সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে:

১। শাহবাগ ক্রসিং থেকে মৎস্যভবন ক্রসিং এবং মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগ ক্রসিং পর্যন্ত।

২। টিএসসি হতে দোয়েল চত্বর ক্রসিং এবং দোয়েল চত্বর ক্রসিং থেকে টিএসসি পর্যন্ত।

সাধারণ যাত্রীবাহী বাস/গাড়ির রুট :

(১৩.০০ ঘটিকা হতে ১৫.০০ ঘটিকা পর্যন্ত)

১(ক)।   বিজয়সরণির উত্তরের/পশ্চিমের সব যাত্রীবাহী বাস লাভ রোড হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল চার্চ হয়ে রাজমণি ক্রসিং দিয়ে ফকিরাপুল/ইউবিএল হয়ে চলে যাবে।

 ১(খ)। গুলিস্তান বা মতিঝিল থেকে আগত বিজয়সরণি অভিমুখী গাড়ি নাইটিংগেল দিয়ে রাজমণি ক্রসিং হয়ে কাকরাইল চার্চ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে লাভ-রোড দিয়ে বিজয় সরণীর দিকে চলে যাবে।

২(ক)। গাবতলী হতে আগত গাড়ি মিরপুর রোড দিয়ে সায়েন্সল্যাব হয়ে নিউমার্কেট দিয়ে আজিমপুর হয়ে বক্শী বাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বঙ্গবাজার দিয়ে গুলিস্তান/মতিঝিল/সদরঘাট চলে যাবে।

২(খ)। গুলিস্তান/মতিঝিল/সদরঘাট হতে গাবতলী অভিমূখী আগত গাড়ি বঙ্গবাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বকশীবাজার দিয়ে আজিমপুর হয়ে নিউমার্কেট দিয়ে সায়েন্সল্যাব হয়ে মিরপুর রোড হয়ে গাবতলী চলে যাবে।

 /এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক