X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কথা কাটাকাটির জেরেই ২ সন্তানসহ লাশ হলেন মা!

আমানুর রহমান রনি
১০ জানুয়ারি ২০১৭, ২৩:০১আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২৩:০১

সকালে দুই সন্তান ও স্বামীর জন্য রান্না করেন আনিকা আক্তার (২৫)। স্বামী মো. শামীম সামান্য কথা কাটাকাটির পর গরম ভাত না খেয়েই তার সেলুনে চলে যান। এরপর আনিকা দুই সন্তানকে নিয়ে ছোট্ট এক কক্ষের বাসার ভেতরে প্রবেশ করেন। সারা সকাল আর বের হননি। দুপুরে প্রতিবেশীরা যখন তাদের কক্ষের ভেতরে জানালা দিয়ে দেখলো, তখন দুই সন্তানের রক্তাক্ত লাশ বিছানায়। আর মা আনিকা ফ্যানের সঙ্গে ঝুলছেন।

দিয়াবাড়ির এ ঘরেই দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন এক গৃহবধূ রাজধানীর দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ির ২৯/১ বাড়ির একটি কক্ষে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানা পুলিশ বেলা দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা হলো- আনিকা আক্তার (২৫), তার দুই সন্তান শামীমা (৪) ও আব্দুল্লাহ (৩)। থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট দিয়াবাড়ির ২৯/১ এর টিনসেড বাড়িটিতে প্রবেশ মুখেই বামপাশের কক্ষটির সামনেই রান্নাঘর। ইস্পাতের দরজাটি সিটকানির জায়গা কেটে পুলিশ ভেতরে ঢুকে লাশ উদ্ধার করেছে। কক্ষের দেয়ালে তাজা রক্ত লেগে আছে, বিছানা এলোমেলো। সিলিং ফ্যানের সঙ্গে কাটা ওড়না বাঁধা, এই ওড়না দিয়েই ফাঁস দেন আনিকা। ওড়না কেটেই আনিকার লাশ উদ্ধার করা হয়েছে।
বাড়িটি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো. সাইদ হোসেনের। মো. লিটন নামে একজন ম্যানেজার বাড়িটি দেখাশোনা করেন। ম্যানেজার লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি খুব ভোরেই বাসা থেকে ভ্যান নিয়ে বের হয়ে যাই। সকালে কি ঘটেছে তা আমি জানি না। দুপুরে বাসায় ফিরে আসি। আসার পর অন্যান্য ভাড়াটিয়াদের কাছে শুনতে পাই আনিকা সারাবেলা বাসা থেকে বের হয়নি। সবাই এসব নিয়ে কথা বলাবলি করছিল। বাড়ির অন্য বাচ্চারা জানালা দিয়ে ওই দুই বাচ্চাকে ডাকাডাকি করে। তারা জানালায় বল মারলে জানালাটি খুলে যায়। এরপর ফ্যানের সঙ্গে আনিকাকে ঝুলতে দেখি। সঙ্গে সঙ্গেই আমি বাড়িওয়ালাকে খবর দিই। বাড়িওয়ালা পুলিশকে খবর দেয়, এরপর পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।’
তিনি বলেন, ‘অন্যান্য ভাড়াটিয়ারা আমাকে বলছে সকালে তাদের মধ্যে (স্বামী-স্ত্রীর)ঝগড়া হয়েছিল। এর জেরে শামীম ভাত না খেয়েই চলে যায়। এরপর সন্তানদের নিয়ে আনিকা দরজা বন্ধ করে ঘরের ভেতরেই ছিল। সন্তান নিয়ে আর বের হয়নি।’

ম্যানেজার লিটন বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া সবারই হয়। তাই বলে এমন করতে হবে? গত দেড়বছর ধরে তারা এখানেই ভাড়া আছে। তিন মাসের ভাড়া বকেয়া রয়েছে, তারপরও বাসা ছেড়ে যেতে বলিনি। হঠাৎ করেই এই ঘটনা।’
নিহত আনিকার গ্রামের বাড়ি নওগাঁয়। তার স্বামী শামীমের বাড়ি ফরিদুপরে। সে একটি সেলুনে কাজ করে বলেও জানান লিটন। বাড়ির ভাড়াটিয়া রেহানা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দেখেছি ভেতরে আনিকা ফ্যানের সঙ্গে ঝুলতেছে। বাচ্চা দুইটারে জবাই করে মারছে। নিহত আনিকা খুব ভালো ছিল।’
প্রত্যক্ষদর্শী নাসিমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি একটি পোশাক কারখানায় চাকরি করি। লাঞ্চে এসে দেখি আনিকা ও তারা সন্তানরা কেউ বের হচ্ছে না। প্রতিদিন বাসার সামনে তাদের দাঁড়ানো দেখলেও আজ তাদের দেখিনি। পরে অন্যান্য ভাড়াটিয়াদের কাছে জানতে পারি সকাল থেকেই তারা বের হয়নি। জানালা খোলার পর তাদের লাশ দেখে আমরাও অবাক হয়ে যাই। কোনও কিছুই ঘটলো না, তারপরও কেন এমন হলো।’
ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার সৈয়দ মামুন মুস্তফা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করি। ভেতরে সন্তান দুটির লাশ বিছানার ওপরে এবং নারী ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
প্রাথমিকভাবে মনে হয়েছে সন্তানদের হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আলামত হিসাবে জবাই করা বটি উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে ময়নাতদন্তের পরই জানা যাবে। ঘটনার সময় সন্তানদের বাবাকে বাড়িতে পাওয়া যায়নি। সে একটি সমাবেশ দেখতে গিয়েছিল।’
সহকারী কমিশনার আরও বলেন, ‘এলাকাবাসী ও বাড়ির ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: দিয়াবাড়িতে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!