X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাবিতে তিন দিনব্যাপী প্রযুক্তি গবেষণামূলক আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

শাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ০৩:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৩:১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী ‘প্রযুক্তি, গবেষণা, উদ্ভবন ও শিক্ষা’ বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এ সম্মেলনের মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। শাবির ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এ সম্মেলনের আয়োজন করে।


রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের বিভিন্ন কক্ষে ৮টি সেশনে ৫০টি গবেষণা প্রবন্ধ, ১১টি পেপার উপস্থাপন এবং কেন্দ্রীয় অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তেষুয়া সিমামুরা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুর রহমান।
সদস্য সচিব অধ্যাপক আব্দুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস জানান, আন্তর্জাতিক এ সম্মেলনে চারটি ক্যাটাগরিতে বেস্ট প্রেজেনটেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট অ্যান্ড আর্কিটেকচার বিষয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন শাবির কৌশিক সাহা, মো. সামসুল আরেফিন ও গৌরপদ দে। কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে অ্যাওয়ার্ড পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আনিকুয়া নুসরাত জেরিন, সোনিয়া কোরায়া ও জিয়া উদ্দিন। কেমিক্যাল, ফুড, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিষয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন শাবির মো. সালাতুল ইসলাম মজুমদার, ক্রিস্টিয়ান পিচিওরেনু, মার্ক সি.এম ভ্যান লসড্রিচাট এবং ইভেলাইন আই.পি ভল্ক। মেক্যানিকাল, মেনুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অ্যাওয়ার্ড খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জহির উদ্দিন আহমদ ও ইয়াসির মো. আল-আবদেলি।

সম্মেলনের সদস্য অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান জানান, চতুর্থবারের মত শাবিতে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। এর আগে ২০১০, ২০১১ এবং ২০১৩ সালে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বারের মত সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি শুক্রবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়ে ১৫ জানুয়ারি রবিবার শেষ হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!