X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে হকার উচ্ছেদ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৭, ১৪:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৪:২০

হকার উচ্ছেদ অভিযান কোনও রকম বাধা ছাড়াই গুলিস্তানে হকারদের উচ্ছেদ অভিযান চলছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েব এ অভিযান পরিচালনা করছেন। তিনি বলেন, ‘সকাল থেকে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কেউ বাধা দেয়নি। কেউ প্রতিরোধ করতে আসলে তা মোকাবিলা করা হবে।’

গুলিস্তানে হকার উচ্ছেদ চলছে তিনি জানান, আজ গুলিস্তান ফ্লাইওভারের নিচে,  গোলাপ শাহ মাজার এলাকায় অভিযান চলছে।

এদিকে, হকার উচ্ছেদ বন্ধ করে পুনর্বাসন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে হকার সমন্বয় পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করার নামে সিটি করপোরেশন আমাদের পথে বসাতে চাইছে। আমদের না খেয়ে পরিবার নিয়ে ভিক্ষা করতে হবে। আমরা চাই পুনর্বাসন নীতিমালা প্রণয়ন করা হোক।’

তারা আরও বলেন, ‘হকার উচ্ছেদ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করা হয়নি। এতে করে হকারদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যার বহিঃপ্রকাশ ইতিমধ্যে ঘটেছে।’

গুলিস্তানে হকার উচ্ছেদ চলছে সমাবেশে বক্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলর, পুলিশ প্রশাসন ও হকার সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে নীতিমালা প্রণয়ন করে হকার পুনর্বাসনের দাবি জানান।

হকার সমন্বয় পরিষদের সমন্বয়ক আবুল হাসান কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন হকার্স নেতা কামাল সিদ্দীকি,  হারুনর রশিদ, নুরুল ইসলাম নুরু, আরিফ চৌধুরি প্রমুখ।

প্রসঙ্গত, রবিবার (১৫ জানুয়ারি) থেকে রাজধানীতে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

/ওএফ/আরএআর/বিটি/  

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা