X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

গুলিস্তানে হকার উচ্ছেদ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৭, ১৪:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৪:২০

হকার উচ্ছেদ অভিযান কোনও রকম বাধা ছাড়াই গুলিস্তানে হকারদের উচ্ছেদ অভিযান চলছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েব এ অভিযান পরিচালনা করছেন। তিনি বলেন, ‘সকাল থেকে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কেউ বাধা দেয়নি। কেউ প্রতিরোধ করতে আসলে তা মোকাবিলা করা হবে।’

গুলিস্তানে হকার উচ্ছেদ চলছে তিনি জানান, আজ গুলিস্তান ফ্লাইওভারের নিচে,  গোলাপ শাহ মাজার এলাকায় অভিযান চলছে।

এদিকে, হকার উচ্ছেদ বন্ধ করে পুনর্বাসন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে হকার সমন্বয় পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করার নামে সিটি করপোরেশন আমাদের পথে বসাতে চাইছে। আমদের না খেয়ে পরিবার নিয়ে ভিক্ষা করতে হবে। আমরা চাই পুনর্বাসন নীতিমালা প্রণয়ন করা হোক।’

তারা আরও বলেন, ‘হকার উচ্ছেদ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করা হয়নি। এতে করে হকারদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যার বহিঃপ্রকাশ ইতিমধ্যে ঘটেছে।’

গুলিস্তানে হকার উচ্ছেদ চলছে সমাবেশে বক্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলর, পুলিশ প্রশাসন ও হকার সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে নীতিমালা প্রণয়ন করে হকার পুনর্বাসনের দাবি জানান।

হকার সমন্বয় পরিষদের সমন্বয়ক আবুল হাসান কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন হকার্স নেতা কামাল সিদ্দীকি,  হারুনর রশিদ, নুরুল ইসলাম নুরু, আরিফ চৌধুরি প্রমুখ।

প্রসঙ্গত, রবিবার (১৫ জানুয়ারি) থেকে রাজধানীতে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

/ওএফ/আরএআর/বিটি/  

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই