X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

'ভিন্ন কৌশলে রাস্তায় নামবে বিএনপি'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৭, ১৯:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৯:১৬


খন্দকার মোশাররফ হোসেন জনগণের অধিকার আদায়ে ভিন্ন কৌশলে রাস্তায় নামবে বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন,‘গণতান্ত্রিক পন্থায় না হলে ভিন্ন পথ বের করবো আমরা।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)আয়োজিত ‘স্বাধীনতা যুদ্ধ,গণতন্ত্র ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন বিষয়ে আপনারা আমাদের ভুল বুঝবেন না। আমরা থেমে থাকবো না। বিএনপি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিকভাবে সমাধান না হলে জনগণের দাবি আদায়ের জন্য আমাদের কৌশল ভিন্ন হতে পারে। আওয়ামী লীগ সরকার একই খেলা খেলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে বিএনপি।’
খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ সরকার মনে করে দেশে গণতন্ত্র থাকুক আর না থাকুক, বিএনপিকে দমন করতে হবে। আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমান এবং তার দল বিএনপিকে এতটাই ভয় পায়, দলের কোনও কর্মসূচিই পালন করতে দেয় না।’
তিনি আরও বলেন,‘বিএনপি যাতে কোনও সভাসমাবেশ করতে না পারে, সেজন্য একের পর এক নিয়ম করছে। কিন্তু তারা (আওয়ামী লীগ) মনে করে দেশের মানুষ বোকা। দেশের মানুষ এত বোকা না। ’

সাত খুনের মামলার রায় বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘নারায়ণগঞ্জে সাত খুনের রায় দিয়ে তারা দেশের মানুষকে বুঝিয়েছে যে, দেশে আইনের শাসন আছে। আসলে তা নয়। নারায়ণগঞ্জের মামলা এমন আকার ধারণ করেছিল, যা তারা ধামাচাপা দিতে পারেনি। তাই এমন রায় দিয়েছে। দেশে আরও অনেক অন্যায়, ও হত্যার বিচার হচ্ছে না। সাংবাদিক সাগর রুনির হত্যারও বিচার হয়নি। সরকার এগুলোর কিছুই করছে না ।’

বিএনপি নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের আশায়  অপেক্ষা করছে বলেও সভায় জানিয়েছেন তিনি।

/আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন: 

অপরাধী যত বড় হোক না কেন দায়মুক্তি পাবে না: প্রধান বিচারপতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা