X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গার্মেন্টস শ্রমিক নেতাদের মুক্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৪৩

গার্মেন্টস শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ সৌমিত্র কুমার, আহমেদ জীবন, শামীম খানসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাটাই-নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে গার্মেন্টস শ্রমিকরা।
সমাবেশে জি-স্কপ এর নেতৃবৃন্দ বলেন, পে-কমিশন ঘোষণা, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে  আলোচনার  উদ্যোগ গ্রহণ না করে, শ্রমিক অসন্তোষ নিরসনের চেষ্টা না করে, শ্রমিক নেতাদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করা হয়।
এছাড়া হয়রানি,ছাঁটাই,নির্যাতন করে আন্দোলন দমন ও শ্রমিকদের মজুরির দাবিকে আড়াল করার যে কৌশল নেওয়া হয়েছে তারও নিন্দা জানানো হয়।
শ্রমিক নেতারা প্রশ্ন রেখে বলেন, শিল্প বিরোধ ও মজুরির দাবি যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে শ্রম আইনের দরকার কী?
শ্রমিক নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলাসহ ৭-৮ টি মামলা দায়ের করে, ১৫-২০ দিন রিমাণ্ডে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, নির্যাতন করে ও ভয় দেখিয়ে শ্রমিকদের ক্ষুধার আগুন নিভানো যাবে না।
সৌমিত্র কুমার, আহমেদ জীবন, শামীম খানসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন,পুলিশের হস্তক্ষেপ বন্ধ করে সামাজিক আলোচনার মাধ্যমে শিল্পবিরোধ নিষ্পত্তি করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক নাঈমুল আহসান জুয়েল, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসান প্রমুখ।

আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন:  নিখোঁজ চার নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়?

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি