X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ১৯:৩৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:০২

আবদুল আজিজ
রাজধানীর তেজকুনি পাড়ায় আবদুল আজিজ নামে এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এছাড়াও ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আরও তিন কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটকরা হচ্ছে সায়মন, মনির ও জুয়েল।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মাজহারুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে তেজকুনি পাড়া মডেল হাইস্কুলের সামনে ১৪/১৫ বছর বয়সী কিছু ছেলে একজোট হয়েছিল। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে ব্যাট দিয়ে ও পরে ছুরি দিয়ে আবদুল আজিজকে আঘাত করা হয়। ঘটনাস্থলে আহত আজিজকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সায়মন, মনির ও জুয়েল নামে তিন কিশোরকে আটক করা হয়েছে। এর মধ্যে সায়মন ব্যাট ও চাকু দিয়ে আজিজকে আঘাত করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয়রা এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আবদলি আজিজ গুরুতর আহত হলে তাকে কিশোরদের একটি দলই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আজিজ মারা গেলে সেখান থেকেই ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া তাদের পাঁচজনকে আটক করেন ও তেজগাঁও থানার এসআই দিদার হোসেনের হাতে সোপর্দ করেন।
পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নে ওসি মাজহারুল ইসলাম জানান, ওই এলাকার কিশোরদের মধ্যে ছোট ভাই-বড়ভাই গ্রুপিং নিয়ে একটা ঝামেলা চলছিল। সে সূত্রেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
আটকদের মধ্যে মনির ৬ষ্ঠ-সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছে। বাকিরা বিভিন্ন ওয়ার্কশপে কাজ করে বলেও জানান ওসি মাজহারুল।
এদিকে ঢামেক থেকে ৫ জনকে আটকের বিষয়ে তেজগাঁও থানার এসআই দিদার হোসেন বলেন, ঢামেক থেকে ৫ জনকে এবং পরে আরও একজনকে আটক করা হয়। এদের মধ্যে সায়মন, মনির ও জুয়েলকে জিজ্ঞাসাবাদের পর আসামি সন্দেহে আটক করা হয়। এছাড়াও রনি, জসিম ও রেজাউল নামের তিন কিশোরকে ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ছেড়ে দেওয়া হবে।
নিহত আজিজ ওই এলাকার রেলওয়ে বস্তির বাসিন্দা। তিন ভাই এক বোনের মধ্যে আজিজ ছিল দ্বিতীয়।
তার নানি আয়েশা খাতুন জানান, আজিজ ৫/৬ বছর ধরে ওয়ার্কশপে কাজ করতো।
/আরজে/টিএন/

আরও পড়ুন: তেজকুনি পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে