X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমপি লিটন হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ২১:৩৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২১:৩৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডকে সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এমপি লিটন হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এ অবস্থায় আমি এ নিয়ে এর বেশি কোনও কথা বলব না। তবে এ হত্যাকাণ্ড  সরকারের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী চক্রের চলমান ষড়যন্ত্রের অংশ হতে পারে।’ বুধবার বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই বিদেশি, পুরোহিত ও ধর্মযাজকসহ একের পর এক এসব হত্যা করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে এরইমধ্যে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন।’

আসাদুজ্জমানা খাঁন কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর একটা ধারণা রয়েছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও এমপি লিটনের সম্পর্কে।  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই প্রধানমন্ত্রী এর আগে বলেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার ধারণা আছে কারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।’

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ১০ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে পুলিশ জিজ্ঞাসাদের জন্য রিমান্ডেও নিয়েছে। তাদের মধ্যে জামায়াত নেতাকর্মী ছাড়াও স্বেচ্ছাসেবকলীগের স্থানীয় এক নেতাও রয়েছেন। তবে এ ঘটনায় অন্তত ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্তে সংশ্লিষ্টরা। কিন্তু ঘটনার ১৮দিন পার হলেও এখন পর্যন্ত মূল খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 আরও পড়ুন: এমপি লিটন ও মামুন হত্যা একইসূত্রে গাঁথা

/জেইউ/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও