X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৮:১৪

র‌্যাবের হাতে আটক পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্য রাজধানীর মোহাম্মদপুর থেকে পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন রবিউল হাসান প্রকাশ ওরফে রবিউল্লাহ (২৭) ও আবু বকর সিদ্দিক (২০)। এসময় তাদের কাছ থেকে ১৬১টি পাসপোর্ট, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন অফিসারের সিল ও দু’টি ল্যাপটপসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে র‌্যাব-২-এর কার্যালয়ে লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুব এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে মোহাম্মদপুরের রায়েরবাজার আখড়ামন্দির সংলগ্ন বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছু সংঘবদ্ধ চক্র ভিসা জালিয়াতি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ আসে সম্প্রতি র‌্যাবর কাছে। এই চক্র প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এবং তাদের তৈরি নকল পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে বিপদে পড়ছে অসহায় মানুষ। এই ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন বলে অভিযোগ পায় র‌্যাব।
এমন অভিযোগের সূত্র ধরে অভিযান চালিয়ে রবিউল ও আবু বকরকে আটক করা হয়। জালিয়াতির অভিযোগে তাদের গ্রেফতার করে র‌্যাব। রবিউল সম্পর্কে লে. কর্ণেল মো. ইফতেখারুল মাবুব বলেন, ‘বার কাউন্সিলের সদস্য না হয়েও সে নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেয়। নিজ এলাকাসহ পরিচিত মহলে সে বড় মাপের অ্যাডভোকেট হিসেবে পরিচিত। এই পরিচিতির পাশাপাশি শিক্ষার্থীদের ভিসাসহ অন্যান্য সব ধরনের ভিসার কাগজপত্রে জাল স্বাক্ষরের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় সে।’
র‌্যাবর অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৬১টি পাসপোর্ট, ১২টি পাসপোর্ট আবেদন ফরম, ৫২টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ৪২ পাতা ব্যাংক এশিয়ার পাসপোর্ট ফিস পেমেন্ট রিসিপ্ট কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ২ কপি, ২৪ পাতা পুলিশ ছাড়পত্র পাওয়ার আবেদনের খালি ফটোকপি ফরম, বাংলাদেশ সরকার বর্হিগমন কার্ডের ৯০ পাতা, মেডিক্যাল স্লিপ ২ পাতা, স্বাস্থ্য পরীক্ষা সার্টিফিকেট ২ পাতা, ১৫টি মেডিকেল স্লিপ পাওয়ার আবেদন ফরম, জন্ম সনদ/জাতীয়তা/চারিত্রিক সার্টিফিকেট ১৬ পাতা, আনুষঙ্গিক কিছু কাগজপত্রসহ অফিস ফাইল ৯৮টি, ৭টি দুই টাকা মূল্যমানের খালি স্ট্যাম্প, ১০ পাতা লিখিত বিভিন্ন স্ট্যাম্প, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন অফিসারদের সিল ৮৭টি, ২টি ল্যাপটপ ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটের ১০ কপি মূল নমুনা আটক করা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন-
৭ খুনের দায় র‌্যাবের নয়: বেনজীর

কেন অপরাধে জড়াচ্ছে কিশোররা!


/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া