X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ডা. সুমনের রহস্যজনক মৃত্যু, চুপচাপ কেন বিএমএ!

জাকিয়া আহমেদ
২০ জানুয়ারি ২০১৭, ১৯:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২৩:৫৬

নিহত ডাক্তার সুমন সিকদার মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সুমন সিকদারের অস্বাভাবিক মৃত্যুর পর পেরিয়ে গেছে ১৭ দিন। সুমনের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্তে তারা সুমনকে হত্যার বিষয়ে কিছু খুঁজে পায়নি। অন্যদিকে সাধারণ চিকিৎসকরা এই মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ‘নীরব’ ভূমিকায় অসন্তুষ্ট।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি বিকালে কর্মস্থল দারিয়াপুর হাসপাতাল থেকে মাগুরা শহরের কলেজপাড়ায় নিজের বাসায় ফিরে আসেন ডা. সুমন। তার কিছুক্ষণ পরই নিজের মোবাইল ফোন রেখে বাসা থেকে বের হয়ে যান তিনি। পরদিন ৩ জানুয়ারি রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার ৭ দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে সুমনের ক্ষতবিক্ষত, হাত-পা ভাঙা মৃতদেহ শনাক্ত করেন তার বাবা।
বাংলা ট্রিবিউনের মাগুরা প্রতিনিধি জানান, ঘটনার পরপরই সুমনের বোন সন্ধ্যারানী তাকে বলেছিলেন, সুমন নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোনে একটি কল আসে। তাকে জানানো হয়, দুই লাখ টাকা দিলে সুমনকে ছেড়ে দেওয়া হবে। সুমনের পরিবারের সদস্যরা টাকা সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার মধ্যেই দুঃসংবাদটা শুনতে পান তারা।
নিহত ডা. সুমন ২০১৩ সালে খুলনা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে এফসিপিএস করেন। ২০১৪ সালে অনুষ্ঠিত ৩৩তম বিসিএস পরীক্ষায় পাস করে তিনি মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

সুমনের বন্ধু এবং সতীর্থদের সঙ্গে কথা বলে জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান সুমন ছিলেন সংসারের একমাত্র অবলম্বন। তার বাবা সুকুমার সিকদার একজন কৃষক। সুমনের বন্ধু ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজিজ সুপার মার্কেটের সপ্তম তলার একটি ঝুড়িতে তার চশমা, কেডস ও সোয়েটার পাওয়া যায়। অথচ তার মৃতদেহ পাওয়া যায় ভবনটির চতুর্থ তলায়। ওই ভবনে বিএসএমএমইউর অনেক চিকিৎসক থাকেন। তাদেরই কারও কাছে তিনি এসেছিলেন বলে আমরা জানতে পেরেছি।’

সুমনের ছবি হাতে মা ও বোন সুমনের পরিবারের অভিযোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবার হত্যাকাণ্ড বললেও আমরা তদন্তে সে বিষয়ে কিছু পাইনি, আর ময়নাতদন্ত প্রতিবেদনও এখনও হাতে আসেনি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে পরিষ্কার জানা যাবে।’
সুমন আজিজ সুপার মার্কেটে কার কাছে এসেছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘তার এক বন্ধু সেখানে থাকেন। তিনি আমাদের বলেছেন, সুমনের মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল। বন্ধুদের কাছে জেনেছি, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সুমন হতাশায় ভুগছিলেন। কিন্তু যে বন্ধু এখানে থাকেন, তাকে সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইল কললিস্ট চেক করে সুমন যে এই বন্ধুর কাছেই এসেছিলেন, সে বিষয়ে কোনও প্রমাণ আমরা পাইনি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে  আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।’
এদিকে সুমনের মৃত্যু নিয়ে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন বিএমএ-র ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ চিকিৎসকরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন সরকারি চিকিৎসক এভাবে মারা গেল, অথচ বিএমএ কিছুই করছে না। আমরা এখন পর্যন্ত বিএমএ-র ভূমিকা নিয়ে কিছু শুনিনি। তাদের তো নিজ উদ্যোগে ব্যবস্থা নেওয়ার কথা। একজন সাধারণ চিকিৎসকের পক্ষে বিএমএকে তেমন কথা বলতে দেখিনি। একজন চিকিৎসক রহস্যজনকভাবে মারা গেছেন, অথচ তারা একেবারেই চুপচাপ।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আরেকজন চিকিৎসক বলেন, ‘বিএমএ আর আমাদের সংগঠন নয়, এটি এখন সরকারি সংগঠন হয়ে গিয়েছে। আমাদের সাধারণ চিকিৎসকদের জন্য বিএমএ-র কাছ থেকে এখন আর কিছু আশা করি না। সুমনের মৃত্যুর ঘটনায় তারা চুপচাপ। আমার অপমৃত্যু হলেও বিএমএ যে কোনও ব্যবস্থা নেবে না, সেটা বুঝে গিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিএমএ-র সাবেক মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএমএ এ বিষয়ে নজর রাখছে, সুমনের পরিবারের সঙ্গে দেখা করেছে।’ চিকিৎসক সুমন হত্যা বিষয়ে এখনও কোন মামলা হয়নি উল্লেখ করে অধ্যাপক ইকবাল আর্সলান জানান, তারা মামলা করবেন।

এএআর/

আরও পড়ুন:

নিখোঁজ ছেলের নিথর দেহ ৭ দিন পর হিমঘরে খুঁজে পেলেন বাবা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী