X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাবার দাফনে অংশ নেওয়ার পথে মলম পার্টির খপ্পড়ে ছেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ২৩:২৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:৪৭

মলম পার্টির শিকার হয়ে আহত মো. মানিক কর্মস্থল চট্টগ্রাম থেকে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মো. মানিক (৩২) রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশে। পথে রাজধানী ঢাকায় এসে মলম পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছেন তিনি। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে তারপর রওনা দিয়েছেন বাড়ির পথে। এ ঘটনা ঘটেছে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে।
মো. মানিক বাংলা ট্রিবিউনকে জানান, তিনি চট্টগ্রামের একটি বালুর গদিতে চাকরি করেন। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারীর রাজিবপুরে। তার বাবা আবুল হোসেন মাস্টার মারা যান শুক্রবার বিকাল ৪টার দিকে।
বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই মানিক চট্টগ্রাম থেকে রওনা দেন। রাত ১০টার দিকে তিনি পৌঁছান রাজধানীর যাত্রাবাড়ীতে। সেখানে বাস থেকে নেমে তিনি মহাখালী বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে চড়েন। কিছুদূর যাওয়ার পরই সিএনজিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে সিএনজি থামান চালক। এসময় দুই পাশ থেকে দুইজন সিএনজিতে চড়েন।
মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিএনজিতে দুইজন উঠেই আমাকে ভয় দেখায় এবং সঙ্গে সঙ্গেই আমার চোখে স্প্রে করে দেয়। তারা আমার কাছে থাকা ১৬ হাজার টাকা ও মোবাইল সেটটি জোর করে নিয়ে নিয়ে আমাকে রাস্তায় ফেলে দেয়।’
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আরিফ ও আবির নামের পথচারী দুই শিক্ষার্থী কর্তব্যরত পুলিশের সহায়তায় মানিককে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

বাচ্চু মিয়া বলেন, ‘চিকিৎসায় মানিক সুস্থ হয়ে উঠেছে। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার কাছে কোনও টাকা ছিল না। তার এই মানবিক ঘটনার কথা শুনে হাসপাতালে উপস্থিত অনেকেই তাকে অর্থ সহযোগিতা করে বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়েছে।’

আরও পড়ুন-
কেন অপরাধে জড়াচ্ছে কিশোররা!

রাজধানীতে পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!