X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব মীমাংসায় স্বাস্থ্যমন্ত্রীর অপেক্ষায় বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:১৫

বিএসএমএমইউতে উপাচার্যের সংবাদ সম্মেলন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ঢাকার বাইরে আছেন। তিনি আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) আমাদের সময় দিয়েছেন। আমাদেরকে তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করছি, তিনি ফিরে এলেই আলোচনা করে এ পরিস্থিতির বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা এমনটিই। তার উপস্থিতিতেই সব সমস্যার সমাধান হবে।
এসব কথা বলেছেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়টিতে নার্স নিয়োগে অনিয়ম ও ভিসি কর্তৃক প্রোভিসিকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্ট সংঘাতময় পরিবেশের অবসানে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের নিচতলায় অবস্থিত কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএসএমএমইউয়ের রয়েছে নিজস্ব আইন, নিজস্ব নিয়ম। কিন্তু পরিস্থিতি কি এতটাই জটিল যে তা নিরসনে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন হবে? এমন প্রশ্নের জবাবে কামরুল হাসান খান বলেন, ‘পরিস্থিতি জটিল নয়। তবে তিনি আমাদের একজন অভিভাবক। তিনি আলোচনায় উপস্থিত থাকার কথা বলেছেন। আমরাও তার উপস্থিতিতেই আলোচনা চাই। কারণ এই বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি দ্বন্দ্বের ঘটনা এই প্রথম।’
সংবাদ সম্মেলনে বিএসএমএমইউয়ের তিন প্রোভিসির মধ্যে দু’জন অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার ও অধ্যাপক ডা. শরফুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না আরেক প্রোভিসি অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রি জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম হান্নান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক কামরুল হাসান খান বলেন, ‘আজকের পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে ডিন কমিটি বৈঠক করলেও তিন জন সদস্য ছুটি ও দেশের বাইরে থাকায় সিদ্ধান্ত নিতে পারিনি। চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতির যেন অবনতি না হয় তা নিশ্চিত করতে।’
দেশের একমাত্র এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা বিব্রত উল্লেখ করে জানান, রবিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সঙ্গে তারা আলোচনা করবেন।
তবে এ সমস্যার মূল কারণ হিসেবে নার্স নিয়োগে অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে উপচার্য জানান, আইন ও বিধি মেনেই ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সমস্যার আরেক কারণ হিসেবে ভিসি-প্রোভিসি দ্বন্দ্বের কথা বলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এটি দুঃখজনক। বিষয়টি সত্যি নয়। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সে তথ্য সাংবাদিকদের পৌছে দেওয়া হবে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক অনির্ধারিত সভা শেষে প্রোভিসি অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন বলে অভিযোগ আনেন। ভিসি বিষয়টি অস্বীকার করে আসছেন। এর ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ভিসি ও প্রোভিসির সমর্থক বলে পরিচিত চিকিৎসকরা ক্যাম্পাসে মহড়া দেয়। পরে বিএসএমএমইউ পরিচালক বি. জে. মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন-

ভিসির হাতে প্রোভিসি লাঞ্ছিতের অভিযোগ: বিএসএমএমইউতে উত্তেজনা

/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!