X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ২০:৩৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২১:৪৯

ঢামেকে চিকিৎসাধীন ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনায় আহত কাজল। ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ‘হিরণ গ্রুপে’র ওপর অতর্কিত হামলা করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় ‘রাজু গ্রুপ’। এ সময় ছাত্রাবাসের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় হামলাকারীরা। এছাড়া, সাতটি মোটরসাইকেলের আগুন ধরিয়ে দেয় তারা। সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন মামুন, রাসেল  ও কাজল। শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ প্রসঙ্গে রমনা জোনের ডেপুটি কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়েছি। তবে হতাহতের কোনও খবর পাইনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক কমিটিকে ঘিরে ক্যাম্পসে দু’টি গ্রুপ তৈরি হয়। এর মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কমিটির আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু, অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন যুগ্ম-আহ্বায়ক হিরণ ভূঁইয়া। এর মধ্যে রাজু গ্রুপের সমর্থকদের একাংশ ক্যাম্পাসে থাকলেও একাংশ ক্যাম্পাসের বাইরে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের নর্থ ব্লকে দুটি গ্রুপই অবস্থান করছিল। এ সময় ক্যাম্পাসের নতুন হল শেখ কামাল ছাত্রাবাসের সামনে রাজু গ্রুপের ক্যাম্পাসের বাইরে থাকা সমর্থকরা এসে অতর্কিত হামলা চালায় হিরণ গ্রুপের সমর্থকদের ওপর। উত্তর ছাত্রাবাসের বেশ কয়েকটি ভাঙচুর করে হামলাকারীরা। কয়েকটি মোটরসাইকেলেও তারা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়।
এটিএন বাংলার ক্যামেরাম্যান মতিউর রহমান জনি জানান, তিনি ক্যাম্পাসের এক ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার মোটরসাইকেলটি উত্তর ছাত্রাবাসের সামনে রাখা ছিল। ছাত্ররা অন্য মোটরসাইকেল পোড়ানোর সময় তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।
এই হামলায় রাজু গ্রুপের ক্যাম্পাসে থাকা সমর্থকরাও যোগ দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, সংঘর্ষের সময় কমপক্ষে ২০ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। রাজু গ্রুপের সমর্থকরাই গুলি ছুঁড়েছে বলে জানান তারা।
দুই গ্রুপের মধ্যেকার সংঘর্ষের এক পর্যায়ে হিরণ গ্রুপের সমর্থকদের ক্যাম্পাস থেকে বের করে দেয় রাজু গ্রুপ। দুই গ্রুপের সংঘর্ষে হিরণ গ্রুপের সমর্থক যুগ্ম-আহ্বায়ক শেখ রাসেল ও ছাত্রলীগকর্মী সুজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা কলেজের সংঘর্ষে আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল



সংঘর্ষ প্রসঙ্গে হিরণ গ্রুপের সমর্থক রাসেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহ্বায়কের সমর্থকরা আমাদের ওপর অতর্কিত আক্রমণ করেছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখন ক্যাম্পাসের বাইরে রয়েছি।’
ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মাত্র ক্যাম্পাসে এসেছি। ঘটনার বিস্তারিত জানি না।’ তার সমর্থকরাই হামলা চালিয়েছে, এমন অভিযোগে প্রসঙ্গে রাজু বলেন, ‘এটা বিভ্রান্তিকর তথ্য। এই তথ্য ঠিক নয়। আমার কোনও গ্রুপ নেই। আমি আহ্বায়ক। আমি একইসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। ঢাকা কলেজ ক্যাম্পাসে একটি কমিটি করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কেবল সেই দায়িত্ব পালন করছি।’
ক্যাম্পাসের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। রমনা জোনের ডেপুটি কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।’
মারুফ হোসেন আরও বলেন, ‘এখন শিক্ষকদের উপস্থিতিতে ক্যাম্পাসের ছাত্রাবাসগুলোতে রেইড চলছে।’ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেলেও হতাহতের খবর পাননি বলে জানান মারুফ।

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মামুন ও রাসেল নামের দুই জন শিক্ষার্থী ঢামেক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে কাজল নামে একজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন কমিটি না থাকার পর গত ১৭ নভেম্বর ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক রাজু ক্যাম্পাসের বাইরে অবস্থান করতেন। কমিটি গঠনের কিছুদিন পর তিনি ক্যাম্পাসে আসেন। কিন্তু হিরণ গ্রুপের কারণে তার সমর্থকদের অনেকেই ক্যাম্পাসে ঢুকতে পারেননি। নিজের সমর্থকদের ক্যাম্পাসে ঢোকানো নিয়ে বেশ কয়েক দফা কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছেন আহ্বায়ক রাজু। কিন্তু তাতে কাজ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে হিরণ গ্রুপের ওপর অতর্কিত হামলা করে ক্যাম্পাসে রাজু গ্রুপ অবস্থান নেয়।

আরও পড়ুন-

ভিসির হাতে প্রোভিসি লাঞ্ছিতের অভিযোগ: বিএসএমএমইউতে উত্তেজনা



/আরজে/এআইবি/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই