X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কাজির ঠিকানায় গরুর গোস্তের দোকান!

আমানুর রহমান রনি
২৩ জানুয়ারি ২০১৭, ২২:২৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২২:৩৯

 

আরাফাত সানি জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবি করে মামলা দায়েরকারী তরুণীর কাবিননামা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কাবিননামায় যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে কোনও কাজি অফিস খুঁজে পাওয়া যায়নি। বাড়ির মালিক বলছেন, অতীতেও এই ঠিকানায় কোনও কাজি অফিস ছিলো না। এমনকি কাবিননামায় যে কাজির নাম ও স্বাক্ষর রয়েছে সেই নামের ব্যক্তিকে পাওয়া গেলেও তার স্বাক্ষরের সঙ্গে মিল নেই ওই তরুণীর দাখিলকৃত কাবিননামায় কাজির স্বাক্ষরের।

এদিকে, জানা গেছে, ওই কাজির স্বাক্ষর জাল করে অতীতে অনেক ভুয়া কাবিননামা হওয়ায় তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছেন। এ কারণে প্রশ্ন উঠেছে, এই কাবিননামা কিভাবে তৈরি হলো? এই প্রতারণা কি ওই তরুণীর নাকি আরাফাত সানির? পুলিশ এখন এ বিষয়টিও তদন্ত করে দেখছে।

আদালতে ওই তরুণীর মামলার সঙ্গে দাখিল করা কাবিননামায় কাজির নাম ও ঠিকানায় উল্লেখ করা হয়েছে, ‘কাজি মো. আনোয়ার হোসেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রার, অফিস ২০/সি, মেরাদিয়া, থানা খিলগাঁও, ঢাকা।’

এছাড়াও কাবিনামার পৃষ্ঠা নম্বর ২৩ এবং বালাম নম্বর ৫৬। বিবাহ নিবন্ধনের তারিখ ২০১৪ সালের ৪ ডিসেম্বর। আরাফাত সানির নাম অভিভাবক ও তার ঠিকানা সবই ঠিকঠাক রয়েছে। দেনমোহর ধার্য করা হয়েছে ৫ লাখ ১ টাকা। আরাফাত সানির ওই সময়ে বয়স লেখা হয়েছে ২৮ বছর। কনের বয়স ২১ বছর। বিবাহ পড়ান দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি। বরের কোনও উকিল স্বাক্ষর নেই। উকিল নিয়োগকারীরও স্বাক্ষর নেই। তবে কনের উকিলের নাম মো. মঞ্জুর হোসেন এবং তাকে নিয়োগকারীর নাম মো. মনিরুল ইসলাম। এই কাবিননামার সাক্ষীর ছকে দুজনের স্বাক্ষর রয়েছে। তারা হলেন, রূপা ইসলাম ও সোহরাব।

কাবিননামা ওই তরুণী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সানির সঙ্গে একটি রেস্টুরেন্টে তার বিয়ে হয়েছিল। কাবিননামা আমার কাছে ছিল না। ২০১৬ সালের শেষ দিকে আমি তার কাছ থেকে এই কাবিননামাটি নেই। সে আমাকে এটি দিয়েছে।’

এদিকে কাবিননামায় দেওয়া কাজির ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে জানা যায় সেখানে কোনও কাজি অফিস নেই। বর্তমানে ওই ঠিকানায় ‘ভাই ভাই গোস্তের দোকান’ নামে একটি মাংসের দোকান রয়েছে। মেরাদিয়ার ২০/সি ভবনের আশপাশের ভবনেও কোনও কাজি অফিস নেই। গোস্তের দোকানের মালিক মো. আবদুল জলিল। ওই দোকানটিতে তিনি ২০১৩ সাল থেকে আছেন। তবে কাবিননামায় বিয়ের তারিখ ২০১৪ সালের ৪ ডিসেম্বর। ভবনটির মালিক মো. আক্তার হোসেন। তিনি সাংবাদিকদের জানান, তার বাসায় কখনও কোনও কাজি অফিস ছিলো না।

কাবিননামায় উল্লেখিত ২০/সি মেরাদিয়ার ভবনটি একশ’ গজ দূরে একটি কাজি অফিস রয়েছে। তার ঠিকানা ২০/১, মেরাদিয়া। এই অফিসের কাজির নাম কাজি হাফেজ মো. ছলিম উল্লাহ খান।

মো. সলিমুল্লাহ খানের সহকারী মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এই অফিসে এমন কোনও বিয়ে পড়ানো হয়নি। ৭৬ মেরাদিয়া, খিলগাঁওয়ে আমাদের আরেকটি কাজি অফিস রয়েছে, সেখানেও কখনও আনোয়ার হোসেন নামে আমাদের কোনও কাজিও ছিল না। আপনি অন্য কোথাও খোঁজ নিন। এই নম্বরে এখানে বিয়ে হয়নি।’

তিনি আরও বলেন, ‘খিলগাঁও থানার ৬৫ উত্তর গোড়ানে আনোয়ার হোসেন নামে একজন কাজি রয়েছেন। তাকে জিজ্ঞাসা করতে পারেন। সানি বিয়ে করলে, মোহাম্মদপুর ও সাভারে কাজি আছে, সেখানকার কাজি দিয়েই করতে পারেন। এখানে করবেন কেন?’

মেহেদী হাসানের তথ্যানুযায়ী উত্তর গোড়ানের কাজি মো. আনোয়ার হোসেনের সঙ্গে বাংলা ট্রিবিউনের কথা হয়। তিনি বলেন, ‘আমার নাম দেওয়া রয়েছে। তবে ঠিকানাটাও ভুল। আমি আরাফাত সানির বিয়ে নিবন্ধন করিনি। আমার বালাম বইয়ে এই সিরিয়ালে এই নামে কোনও নিবন্ধন নেই। এটি আমি নিবন্ধন করিনি।’

তিনি বলেন, ‘এর আগে র‌্যাবের এক কর্মকর্তার বিরুদ্ধেও এ রকম একটি জাল কাবিননামা বের হয়েছিলো। প্রায়ই কাবিননামা জাল হচ্ছে। আমি এ জন্য আইনের আশ্রয় নিয়েছি। আমার নাম ব্যবহার করে একটি গোষ্ঠী এই প্রতারণা করে আসছে। এরপর আমি বাধ্য হয়ে খিলগাঁও থানায় ২০১৩ সালের ৬ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। জিডি নম্বর ৫৫৮।’

ওই তরুণী বলেন, ‘চট্টগ্রাম থেকে সানি ঢাকায় ফিরে ২০১৪ সালের ৪ ডিসেম্বর তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব নিয়ে একটি রেস্টুরেন্টে গিয়ে আমাকে বিয়ে করে। আমাদের বিয়ের দেনমোহর ছিল পাঁচ লাখ টাকা। বিয়ের পর আমার কাছে কোনও ডকুমেন্ট ছিল না। ২০১৬ সালের শেষের দিকে এই কাবিননামাটি সানি আমাকে দেয়।’

তিনি বলেন, ‘২০১৬ সালের ২৪ মে আমরা থাইল্যান্ডে ঘুরতে যাই। সেখান থেকে ২৯ মে দেশে ফিরে আসি। এরপর আমি তাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য বারবার বলতে থাকি। সে নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যায়। আমি একবার ওদের বাসাতেও গিয়েছিলাম। ওর পরিবারেরও অনেকে বিষয়টি জানে।’

এবছরের ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত বছর ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে সানি তার নাম ব্যবহার করে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। ওই আইডি দিয়ে তার নিজস্ব অ্যাকাউন্টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ও কিছু একক ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে তাকে নানারকম হুমকি দিতে থাকেন। এছাড়া তার ফেসবুক আইডিতে নগ্ন ছবি পাঠিয়েও তাকে হুমকি দিয়ে বলেন, আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এ ঘটনায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়াসহ নিরাপত্তাহীনতায় ভোগায় তিনি  সাইবার অ্যাক্টে মামলা করেন। মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া এই মামলার নম্বর ১১। রবিবার সকালে ঢাকার আমিনবাজার থেকে ওই তরুণীর মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও আরাফাত সানির বিরুদ্ধে যৌতুকের আরও মামলা দায়ের করেছেন তিনি।

এদিকে, সানির পরিবার এই অভিযোগ অস্বীকার করেছেন। সানি গ্রেফতার হওয়ার পর তার মা নার্গিস আক্তার সাংবাদিকদের বলেন, ‘এই মেয়ে পরিকল্পনা করে আমার ছেলেকে ফাঁসিয়েছে। তারা তরুণীটিকে চেনেন না। থানা পুলিশকে টাকা দিয়ে সানিকে সে গ্রেফতার করিয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মামলার আলামত হিসাবে ছবি, ওই তরুণীর মোবাইল ফোনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়েছি। সেখান থেকে রেজাল্ট আসলে আমরা সবকিছু বলতে পারবো। তবে এই মামলার গুরুত্বপূর্ণ অনেক কিছুই পেয়েছি। যা তদন্তের পরই সব আমরা জানাবো।’

কাবিননামার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা কাবিননামাটিও যাচাই বাছাই করে দেখবো এটা আসল নাকি নকল।’

তিনি আরও বলেন, ‘একদিনের রিমান্ড শেষে আরাফাত সানিকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে। আমরা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। যৌতুক মামলাটির বিষয়ে এখনও আমরা আদালতের কোনও নির্দেশনা পাইনি।’

/এআরআর/টিএন/আপ-এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি