X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাবলিক বনাম প্রাইভেট ইউনিভার্সিটি: শিক্ষার্থী প্রতি খরচের পার্থক্য মাত্র ১২৩৮ টাকা

এস এম আববাস
২৪ জানুয়ারি ২০১৭, ০২:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৫:৪২

একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে একজন শিক্ষার্থীর যা ব্যয় হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। অথচ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি খরচের পার্থক্য মাত্র এক হাজার ২৩৮ টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো ২০১৫ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি বার্ষিক গড় ব্যয় ছিল এক লাখ দুই হাজার ৫৫৭ টাকা। অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রতি বার্ষিক গড় ব্যয় করেছিলো এক লাখ তিন হাজার ৭৯৫ টাকা, যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এক হাজার ২৩৮ টাকা বেশি।

তবে দু’টো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এ সংক্রান্ত কোনও হিসাব দেয়নি ইউজিসিকে।

অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি বার্ষিক গড় ব্যয়ের তথ্য নেই প্রতিবেদনে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি গড় ব্যয়

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি বার্ষিক গড় ব্যয়ের তথ্য জানিয়েছে ইউজিসি। সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড় ব্যয় সব সময়ই বেশি। এদের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গড় ব্যয় সবচেয়ে বেশি- ৬ লাখ ৪৭ হাজার ১৬৪.৪২ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টির গড় ব্যয় ২ লাখ ৭৪ হাজার ৬১০ টাকা।

সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ গড় ব্যয় খুলনা বিশ্ববিদ্যালয়ের- ১ লাখ ২৩ হাজার ৮১৬ টাকা।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ১ হাজার ২০৮ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭ হাজার ৬০২.৮০ টাকা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৯৬ হাজার ২০৪.৪৩
টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ হাজার ১৫৬ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭৭ হাজার টাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ লাখ ৫১ হাজার ৩১২ টাকা,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৮ হাজার ৯২২ টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৪ হাজার ১০০ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৫৫ হাজার ২৮৬.৭১ টাকা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৬ হাজার ২৮৬ টাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৩ হাজার ৪৩৪ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯৭ হাজার ৮৮৬ টাকা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ২১ হাজার ৪৪৫ টাকা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৮ হাজার ৯১৮ টাকা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৬ হাজার ৭৭৪ টাকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯১ হাজার ৪৯৭.৮৬ টাকা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৯ হাজার ৭৩৫.৪৮ টাকা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার ১৬২.১৮ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার ৭৩৪.৬৮ টাকা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩৫ হাজার ৩৬১ টাকা, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩২ হাজার ৯৮৮.৩৫ টাকা, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ২৯ হাজার টাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮৯ হাজার ৬৪৯.৫৫ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৩ হাজার ৮ টাকা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ৫০ হাজার ৬১৮.১০ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৬ হাজার টাকা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩২ হাজার ৮১২ টাকা এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গড় ব্যয় ৪৯ হাজার ৪১৮.৬০ টাকা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গড় ব্যয় অবশ্য অনেক কম, মাত্র ৭২৯.১০ টাকা।


প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি গড় ব্যয়

২০১৫ সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ গড় ব্যয় ছিল সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটির- ৪ লাখ ৪৮ হাজার ৫৯০ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার ৮০৩ টাকা ব্যয় করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি ৮৯ হাজার ৬৮৮ টাকা, চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৮১ হাজার ৯১৫ টাকা, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ১ লাখ ১২ হাজার ৭৯১ টাকা, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৭ হাজার ৯৭৭ টাকা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৭৮ হাজার ৯০ টাকা, ব্র্যাক ইউনিভার্সিটি ১ লাখ ৫৯ হাজার ৩১৪.২৩ টাকা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ২২ হাজার ৫৬৬ টাকা, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ৮১ হাজার ২১৩ টাকা, সিটি ইউনিভার্সিটি ৩৩ হাজার ৯১৬ টাকা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ১ লাখ ৪৫ হাজার ৫৩.৪২ টাকা, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ১ লাখ ৬ হাজার ৯৯২ টাকা, গণবিশ্ববিদ্যালয় ৩৮ হাজার ৩৬ টাকা, বাংলাদেশ ইউনিভার্সিটি ২৩ হাজার ৮২১ টাকা, লিডিং ইউনিভার্সিটি (সিলেট) বাংলাদেশ ৪৯ হাজার ৪৩৭.৫২ টাকা, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ৩৮ হাজার ৩০৫ টাকা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬৩ হাজার ২০৭ টাকা, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ৪১ হাজার ৪০০.৪৫ টাকা, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৬৯ হাজার ৬৬৯ টাকা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৩৬ হাজার ৭৭৪.২৪ টাকা, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ৪৬ হাজার ৭৭৬ টাকা, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ১৫ হাজার ২৯০ টাকা, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৬৬ হাজার ৬৫ টাকা, ইস্টার্ন ইউনিভার্সিটি ৭৭ হাজার ৮৯৭ টাকা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৯৮ হাজার ৭৩০.০৬ টাকা, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ২২ হাজার ১৫৭ টাকা, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ১৮ হাজার টাকা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ১ লাখ ১৩ হাজার ১৩৪ টাকা, উত্তরা ইউনিভার্সিটি ৪৬ হাজার ১৩৮ টাকা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৯ হাজার ৫৭০ টাকা, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ২০ হাজার ৬১৪ টাকা, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ১ লাখ ১৬ হাজার ৭২০ টাকা, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ৩৬ হাজার ২৮১ টাকা, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ৬৩ হাজার ৩৪০ টাকা, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ১ লাখ ১৭ হাজার ৪৫১.৮০ টাকা, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪২ হাজার ৯৬১ টাকা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২৬ হাজার ৭১৪ টাকা, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি ১৮ হাজার ৭৪৪ টাকা, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৮০ হাজার ৪১৭ টাকা, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ৭৪ হাজার ৯৫৪ টাকা, বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটি ২৫ হাজার ৭৩৯ টাকা এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থী প্রতি গড়ে ৬২ হাজার ১৩৯ টাকা ব্যয় করেছে।

/এএআর/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ