X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সানি কারাগারে, জামিন আবেদন নাকচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৬:১৪আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:১৭

 

ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেন টিপু মঙ্গলবার এই নির্দেশ দেন।

আরাফাত সানি

এর আগে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা এক দিনের রিমান্ড শেষে আরাফাত সানিকে আদালতে হাজির করেন। সানির আইনজীবী জুয়েল আহমেদ তার পক্ষে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক বলেন, ‘রিমান্ডে সানির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানো হচ্ছে। তাছাড়া তথ্য-প্রযুক্তি আইনের এই মামলায় জামিনের এখতিয়ার নেই। ’

এর আগে গত ২২ জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে। আদালত ওই দিনই তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন । রবিবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এর আদালতে উপস্থিত করে মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া পাঁচ দিনের রিমান্ড চাইলে এ আদেশ দেন আদালত।

আজ (মঙ্গলবার) মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় বাদী ওই তরুণী অভিযোগ করেন,  ‘সাত বছর আগে পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র ধরে ২০১৪ সালের ৪ ডিসেম্বর উভয়ের পরিবারকে অবহিত না করেই সানির সঙ্গে তিনি গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু, বিয়ের পরে তাকে আনুষ্ঠানিকভাবে নিজ বাড়িতে  তুলে না নিয়ে আরাফাত সানি সময়ক্ষেপণ করতে থাকেন। এমনকি তিনি সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিলেও সানি তাতে কান দেননি। এরপর গত ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে সানি তার নাম ব্যবহার করে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে একটি ভুয়া  ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এবং ওই আইডি দিয়ে তরুণীর নিজস্ব অ্যাকাউন্টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও একক ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে তাকে  নানারকম হুমকি দিতে থাকেন। এরপর তার ফেসবুক আইডিতে নগ্ন ছবি পাঠিয়ে তাকে আরও উত্যক্ত করতে থাকেন সানি এবং তাকে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিতে থাকেন।’

এ ঘটনায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন  হওয়াসহ নিরাপত্তাহীনতায় ভোগায় গত ৫ জানুয়ারি ২০১৭ আরাফাত সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন ওই তরুণী। এ মামলায় আরাফাত সানিকে  তার আমিনবাজারের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

/এসআইটি/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!