X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা

ফেসবুকে প্রশ্ন ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৭, ১৮:০৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:০৯

এসএসসি পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে, চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে ২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুষ্ঠানের জন্য আয়োজিত ‘জাতীয় মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটি’র সভায় এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠিতব্য এ পরীক্ষা নকলমুক্ত ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বন্ধ করাসহ ফেসবুকে ‘প্রশ্ন’ ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কমিটির সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষায় প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে ব্যবস্থা নিতে হবে।’ প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বন্ধ করাসহ ফেসবুকে ‘প্রশ্ন’ ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠান এবং প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়, সেসব জায়গায় প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। বিজি প্রেসের পুরো সিস্টেম পরিবর্তন করা হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘একটি চক্র ভূঁয়া প্রশ্নপত্র বানিয়ে এবং গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে। জাতীয় মনিটরিং কমিটির কার্যক্রমের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব হয়েছে।’
সভায় ২০১৭ সালের এসএসসি ও সমমানের সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পত্র পাঠানোর নির্দেশ দেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হাসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমদ ও রুহী রহমান, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস ও এ কে এম জাকির হোসেন ভুইঞা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল