X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ই-৯ শিক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক

বয়স্কদের সাক্ষরতা ও শিক্ষার গুণগত মান অর্জনে ‘ঢাকা ঘোষণা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৩৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৩৮

ই-৯ এর বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শিক্ষা বিষয়ক ‘এসডিজি-৪’ লক্ষ্য অর্জনে অঙ্গীকার বাস্তবায়নে ই-৯ শিক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে ‘ঢাকা ঘোষণা’ করা হয়েছে। সোমবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু’তে দ্বিতীয় দিনের কার্যকরী বৈঠকে ই-৯ দেশগুলোর ফোরামের নতুন চেয়ারম্যান বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।
ঢাকা ঘোষণায় সাক্ষরতার হার বাড়ানো, প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, জেন্ডার সমতা এবং শিক্ষর গুণগত মান অর্জনকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঢাকায় চলমান তিনদিনব্যাপী ই-৯ সম্মেলনের কর্মপরিকল্পনা হিসেবে ৭০ শতাংশ বয়স্ক মানুষকে অক্ষরজ্ঞান সম্পন্ন করার বিষয়ে একমত পোষণ করে ফোরাম।
বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নহিদ বলেন, ‘ঢাকা ঘোষণায় যেসব বিষয় উঠে এসেছে তা ২০৩০ সালে মধ্যে বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে কাজ করবে ই-নাইনভুক্ত নয়টি দেশ। ইউনেস্কোর শিক্ষা বিষয়ক একটি বড় কার্যক্রম হচ্ছে ই-৯। আগামী দুই বছর এর নেতৃত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যমাত্রায় বাংলাদেশসহ ই-৯ভুক্ত দেশগুলোকে এগিয়ে যেতে হবে।’
ঢাকা ঘোষণার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘উন্নত শিক্ষার মান অর্জনে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যেই সেগুলো বাস্তবায়ন করা হবে। ই-৯ ফোরামের দেশগুলোর শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত হয়েছে। আমাদের দেশের সমস্যাগুলোর কিছুটা হলেও কাটিয়ে উঠেছি। আমরা শতভাগ শিক্ষার্থীকে স্কুলে এখনও আনতে না পারলেও, যারা এসেছে তাদের ধরে রাখাটাও অন্যতম কাজ।’
আগামীতে শিক্ষায় বাজেট বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা একটি প্রস্তাবনা দিয়েছি। তবে ই-নাইন প্রকল্পের জন্য আলাদা কোন বাজেট দরকার হবে না। পাশাপাশি ইউনেস্কো এ বিষয়ে সার্বিক সহায়তা করবে বলে আশ্বস দিয়েছে। ই-নাইন ফোরামের দেশগুলোতে ৭০ শতাংশ বয়স্ক নিরক্ষর জনগোষ্ঠী। এই চ্যালেঞ্জকে সামনে নিয়েই আমরা এগিয়ে যাবো।’

এর আগে, সম্মেলনের প্রথমদিন উদ্বোধনী বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আগামী দুই বছর ফোরামের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনেস্কোর সহকারী পরিচালক কিয়ান তান। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভারতের শিক্ষামন্ত্রী উপেন্দ্র কিশোর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহেদুজ্জামান, ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!