X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে ১ মার্চ থেকে মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭

ঢাকার রাস্তায় পুরনো বাস, ছবি-সংগৃহীত রাজধানীতে চলাচলকারী ২০ বছরের পুরনো বাসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে আগামী ১ মার্চ। এর পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে।
বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযানে নেতৃত্ব দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে সহযোগিতা দেবে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসন।
সভায় জানানো হয়, প্রাথমিকভাবে আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মেয়র বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে চলাচলকারী বাস রাজধানীতে চলতে দেওয়া হবে না। বিআরটিএ, পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন এ ব্যাপারে একমত পোষণ করেছে।’
তিনি বলেন, ‘আইন অনুযায়ী গাড়ি চালকদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণি। এবারের অভিযানে চালকের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে। যাদের এ যোগ্যতা থাকবে না তাদেরকে রাজধানীতে গাড়ি চালাতে দেওয়া হবে না।’

মেয়র জানান, মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ, স্টাফ বাস নির্ধারিত জায়গায় রাখা ও অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো বন্ধ করা হবে।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘মতিঝিল-দিলখুশায় যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। যারা সড়কে গাড়ি রাখবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ফুলবাড়ীয়া এলাকায় কোনও বাস টার্মিনাল নেই। সড়ক দখল করে পরিবহন মালিকরা গাড়ি রাখছেন। পর্যায়ক্রমে তাদেরকেও উচ্ছেদ করা হবে। ’

ফুটপাতের চাঁদাবাজদের প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, ‘ইতোমধ্যে আমরা ফুটপাতের ৭২ জন চাঁদাবাজের বিরুদ্ধে শাহবাগ, মতিঝিল ও পল্টন থানায় মামলা দায়ের করেছি। তাদের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। বাকিদেরও পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আটক করে বিচারের মুখোমুখি করবেন বলে আমার বিশ্বাস।’

সমন্বয় সভায় ডিএসসিসির প্রধান নিবাহী কর্মকর্তা, রাজউক, ঢাকা জেলা প্রশাসন, বিআরটিএ-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/ওএফ/এপিএইচ/

আরও পড়ুন: শপথ নিলো নতুন নির্বাচন কমিশন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট